ইরানের পশ্চিমাঞ্চলে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, কুর্দিস্তান প্রদেশে স্থানীয় সময় বৃহস্পতিবার দুর্ঘটনায় তারা প্রাণ হারিয়েছে।
জানা গেছে, দুর্ঘটনায় আহত আরো ছয় জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দুর্ঘটনা কবলিত বাসটি কুর্দিস্তানের পার্বত্য অঞ্চলের মারিভান ও কামইয়ারান এলাকার মধ্য দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, চালকের ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। কিছু সংবাদমাধ্যম বলছে, এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার শঙ্কা আছে।
সচরাচর ইরানের সড়ক যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো। তবে দুর্ঘটনাপ্রবণ দেশগুলোর মধ্যে ইরান একটি।