English

15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

ইরানের ৫ দশক আগের দেনা পরিশোধের প্রতিশ্রুতি ব্রিটেনের

- Advertisements -

অবশেষে ইরানের ৫ দশক আগের দেনা পরিশোধের প্রতিশ্রুতি দিলো ব্রিটেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস জানিয়েছেন, তার দেশ ইরানের দেনা পরিশোধ করবে। ইরানের কাছে ব্রিটেনের ৪০ কোটি পাউন্ডের একটি বৈধ দেনা রয়েছে এবং এই অর্থ পরিশোধের চেষ্টা করছে ব্রিটেন।

গতকাল বুধবার লন্ডনে এক বক্তব্যে তিনি এ কথা বলেন। জানা গেছে, ইরানের সাবেক স্বৈরাচারী শাহ সরকার ব্রিটেনের কাছে থেকে ‘চিফটেন’ ট্যাংক কেনার জন্য লন্ডনকে ৪০ কোটি পাউন্ডের সমপরিমাণ অর্থ দিয়েছিল কিন্তু ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব বিজয়ী হওয়ার পর ওই ট্যাংক সরবরাহ স্থগিত করে লন্ডন। কিন্তু এর পরিবর্তে প্রদেয় অর্থ আজও ফেরত দেয়নি ব্রিটিশ সরকার।

আন্তর্জাতিক সালিশ আদালত ইরান সরকারকে ৪০ কোটি ডলার পরিশোধের জন্য সংশ্লিষ্ট একটি ব্রিটিশ সামরিক কোম্পানিকে নির্দেশ দিয়েছে। কিন্তু লন্ডন দাবি করছে, ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকার কারণে দেশটিকে ওই অর্থ পরিশোধ করতে পারছে না লন্ডন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন