সবুজ চোখের জন্য সারা বিশ্বে আলোচিত আফগান নারী শরবত গুলা। ১৯৮৪ সালে তার সবুজ চোখের ছবি তুলেছিলেন আলোকচিত্রী ম্যাককারি। তারপর ১৯৮৫ সালে সেই ছবি ন্যাশনাল জিওগ্রাফির কভার পেজে জায়গা পায়। গেলো আগস্টে আফগানিস্তানের দখল তালেবান নেওয়ার পর একটি বেসরকারী সংস্থার সহায়তায় ইতালিতে নতুন জীবন শুরু করেছেন শরবত গুলা।
১৯৮৪ সালে শরবত গুলার বয়স যখন ১২ বছর তখন পাকিস্তানের এক শরণার্থী শিবির থেকে তার ছবি তোলেন ম্যাককারি। বর্তমানে তার বয়স ৪৫ বছর।
ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাগি বলছেন, আফগানিস্তান ছাড়ার পর শরবত গুলা সাহায্য প্রার্থানা করলে তারা এই সবুজ চোখের নারীর থাকার ব্যবস্থা করেন। বর্তমানে ইতালির রাজধানী রোমে অবস্থান করছেন শরবত গুলা।
২০১৪ সালে পাকিস্তানে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করলে সবুজ চোখের জন্য তিনি ঝামেলায় পড়েন। পরে তাকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়।
১৯৮৫ সালে শরবত গুলা ছবি প্রকাশের পর বিশ্ব জুড়ে আলোড়ন তৈরি হয়। বিবর্ণ পোশাক ও ধুলো মাখা ক্লান্ত ছবিটি সবার দৃষ্টি কাড়ে।