অস্ট্রেলিয়া বলেছে, রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য ইউক্রেনকে অস্ত্র সরবরাহে অর্থায়ন করা হবে। দিন কয়েক আগে ক্যানবেরা বলেছিল, প্রাণঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে। সেই ঘোষণার কয়েক দিন পরই এই পদক্ষেপের কথা জানাল দেশটি।
এই সিদ্ধান্ত জানানোর আগে আজ রবিবার সকালে সিডনিতে একটি গির্জার আয়োজনে ইউক্রেনীয়-অস্ট্রেলীয়দের সঙ্গে যোগ দেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।
তিনি বলেছেন, ইউক্রেনের ক্ষেত্রে যা করা ঠিক হবে, তা করতে দেশটির পাশে দাঁড়ানো অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া সরকার।
তিনি আরো বলেছেন, আমরা আমাদের ন্যাটো অংশীদারদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মাধ্যমে প্রাণঘাতী সামরিক সরঞ্জাম যতটা সম্ভব সহায়তা দেয়ার চেষ্টা করব।
প্রধানমন্ত্রী স্কট মরিসন যোগ করেছেন, ইউক্রেন থেকে ভিসার আবেদনকারীদের যাবতীয় প্রক্রিয়া দ্রুত শেষ করার ব্যাপারে ‘শীর্ষ অগ্রাধিকার’ দেওয়া হবে।