ইউক্রেনে রাশিয়ান বাহিনীর হাতে ব্রাজিলের এক মহিলা স্নাইপার নিহত হয়েছেন। তিনি এক সময়ে মডেলিং করতেন। ৩৯ বছর বয়সী থালিটা ডো ভ্যালে ৩০ জুন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় মারা যান।
এই হামলার ফলে ব্রাজিলের প্রাক্তন সেনা সৈনিক ডগলাস বুরিগোও নিহত হয়েছেন যিনি থালিটাকে খুঁজতে বাঙ্কারে ফিরে গিয়েছিলেন। অন্যান্য যোদ্ধাদের মতে, প্রথম ক্ষেপণাস্ত্র হামলার পর তিনিই একমাত্র মহিলা সৈন্য সদস্য ছিলেন।
থালিটার পূর্ববর্তী যুদ্ধের অভিজ্ঞতা ছিল। কারণ তিনি ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই ভিডিও তিনি তার ইউটিউব চ্যানেলে নথিভুক্ত করেছিলেন। সেই সময়ে, তিনি ইরাকের স্বাধীন কুর্দিস্তান অঞ্চলের সশস্ত্র সামরিক বাহিনী পেশমারগাসে যোগদানের সাথে সাথে স্নাইপার প্রশিক্ষণ পান।
এই অভিজ্ঞতাকে একটি বইতে লিপিবদ্ধ করার জন্য একজন লেখক ব্রাজিলিয়ান সৈনিকের সাথে কাজ করছিলেন। থালিটা একজন আইনের ছাত্রী ছিলেন যিনি এনজিওর সাথে পশু উদ্ধারেও অংশ নিয়েছিলেন।