English

27 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

ইউক্রেনে অভিযান পরিকল্পনামতই চলছে: রাশিয়া

- Advertisements -

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ পরিকল্পনা অনুযায়ীই চলছে বলে শনিবার দাবি করেছেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ইউক্রেন ছাড়াও পশ্চিমা বিশ্বের সরকার ও বেসরকারি বিশেষজ্ঞরা কমবেশি বলে আসছেন, রাশিয়ার অভিযান এ পর্যন্ত প্রত্যাশিত ফল অর্জন করেনি।

চীনা বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, রাশিয়া নিজ লক্ষ্য ‘অবশ্যই অর্জন করবে’। পাশাপাশি তিনি বলেন, সব পরিকল্পনা মোতাবেকই চলছে।

তবে এ দাবির বিপরীত কথাই বলছেন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা। গতকাল জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, দনবাস অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় রুশ শিবির ‘যেখানে থাকতে চেয়েছিল, তা থেকে অন্তত কয়েক দিন পিছিয়ে আছে। ’

রাশিয়ার সামরিক অভিযানের অগ্রগতি ‘ধীর এবং অসম’ বলেও উল্লেখ করেন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা। ইউক্রেনের সঙ্গে চলমান শান্তি আলোচনা প্রসঙ্গে লাভরভ বলেন, ‘আমরা আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে, যদিও তা তেমন একটা ভালো যাচ্ছে না। ’

বিগত কয়েক সপ্তাহে মুখোমুখি কোনো শান্তি আলোচনায় বসেনি রাশিয়া ও ইউক্রেন। তবে প্রতিদিনই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সম্ভাব্য সমঝোতার খসড়া নিয়ে আলাপ চলছে বলে জানিয়েছেন লাভরভ।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনকে সমর্থন করার কারণে যুক্তরাষ্ট্রসহ ন্যাটো সদস্য দেশগুলোর দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি আবারও বলেছেন, রাশিয়াকে আটকাতে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো ইউক্রেনকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে।
সের্গেই লাভরভের কথা, এভাবে কিয়েভকে বাধ্য করা হয়েছে ‘কৃত্রিম, ভ্রান্ত এক পছন্দ বেছে নিতে : হয় পশ্চিমের সঙ্গে না হয় মস্কোর সঙ্গে যাও। ’

লাভরভ বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সত্যিই ইউক্রেন সংকট সামাল দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে সবার আগে তাদের সজাগ হয়ে কিয়েভের ক্ষমতাসীনদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বন্ধ করতে হবে। ’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন