পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। তিন দিক থেকে তারা রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।
ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি শুক্রবার বলেছেন, তাদের সেনাবাহিনী রুশ বাহিনীকে ঠেকাতে সফল হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের সেনারা রাজধানীর উত্তরে চেরনেহেভ এলাকায় রুশ বাহিনীর বড় জয় ঠেকাতে সক্ষম হয়েছে। চেরনেহেভ থেকে সেদনিভে এবং হোরোডনিয়া থেকে সেমেনিভকা অঞ্চলে রাশিয়ার সামরিক যান পিছু হঠতে বাধ্য হয়েছে।
তবে রাজধানী কিয়েভের উত্তরে অবস্থিত হোস্তোমেল বিমানঘাঁটি দখলের পর রুশ বাহিনী সেখানে শক্ত অবস্থান নিয়েছে।
ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী আনা মেলিয়ার শুক্রবার এক টুইট বার্তায় বলেন, ভোরজেল এবং আশপাশের এলাকায় রুশ বাহিনী আক্রমণ করতে পারে। রাজধানী কিয়েভ থেকে এ্টা ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।
ইউক্রেনের এই মন্ত্রী বলেন, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের দুটি সামরিক যান দখল করেছে। ইউক্রেন সেনাদের ইউনিফর্ম পরে তারা কিয়েভে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে।