English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

আল-শিফা হাসপাতালের নিচে হামাসের সুরঙ্গ পাওয়ার দাবি ইসরায়েলের

- Advertisements -

অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার নিচে সশস্ত্র গোষঠী হামাসের সুরঙ্গ পাওয়া গেছে বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর দাবি, সেখানে অস্ত্র ও সামরিক বাহনও পেয়েছেন তারা। এই ঘটনায় জাতিসংঘের ত্রাণ প্রবেশও বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। সেই সঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। আহত হয়েছেন তিন হাজারের বেশি। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ২৫ হাজার। যাদের বেশিরভাগই বেসামরিক।

সম্প্রতি গাজার হাসপাতালকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। শনিবার থেকে আল-শিফা হাসপাতাল ঘেরাও করে রাখে তারা। তাদের দাবি, হাসপাতালের নিচে হামাসের ঘাঁটি রয়েছে। কয়েক দফায় সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এরপর এলাকাটি অন্ধকারে তলিয়ে গেছে।

আল-শিফা হাসপাতালের চিকিৎসক আহমেদ মোখাল্লালাতি বলেন, ইসরায়েলি অভিযানের কারণে হাসপাতালটিতে ৬৫০ জন রোগী আটকা পড়েছেন। তাদের মধ্যে অন্তত ১০০ জনের অবস্থা সংকটজনক। এ ছাড়া হাসপাতাল প্রাঙ্গণে নারী, শিশুসহ কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। তাদের সবার জীবন এখন ঝুঁকির মুখে।

ইসরায়েল বরাবরই দাবি করে আসছিল যে এই হাসপাতালের নিচে হামাসের কমান্ড সেন্টার রয়েছে। নিজস্ব গোয়েন্দা সূত্রের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, আল-শিফা হাসপাতালের বিশেষ এলাকাগুলোয় তারা হামাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের এই অভিযান চলছে।

অভিযানের পর একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। সেখানে দেখা যায়, আল শিফা এলাকায় একটি সুরঙ্গ দরজা। পেছনে একটি বুলডোজার দাঁড়িয়ে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন