যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশে গত কয়েক দিন ধরে অজ্ঞাত বস্তুর দেখা মিলছে। এরই মধ্যে বেশ কয়েকটি বস্তু গুলি করে ভূপাতিত করা হয়েছে। তারই অংশ হিসেবে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান আরও একটি বস্তুকে ধ্বংস করেছে। এবারের ঘটনাটি যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের লেক হুরনে। খবর সিএনএনের।
অজ্ঞাত বস্তুর কারণে আকাশের দিকে ব্যাপক নজর রাখছে যুক্তরাষ্ট্র। মূলত চীনের একটি বেলুনকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। যদিও সেটিকেও ভূপাতিত করা হয়। তারপর থেকেই যুক্তরাষ্ট্র-কানাডার আকাশে অজ্ঞাত বস্তু শনাক্ত হচ্ছে।
এক সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন একটি এফ-১৬ ফাইটারকে সতর্কতার সঙ্গে সবশেষ বস্তুটিকে গুলি করে নামিয়ে ফেলার নের্দেশ দেন।