পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) প্রধান মাওলানা ফজলুর রেহমান বলেছেন, ‘আমার ষড়যন্ত্রেই ক্ষমতা গেছে ইমরান খানের।’ পাকিস্তানে তৎকালীন বিরোধী দলগুলোর এই জোট নেতা দাবি করেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে কোনো বিদেশি ষড়যন্ত্র হয়নি। তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার জন্য তিনি দায়ী।’
শনিবার ইসলামাবাদে এক সেমিনারে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন বলে এক প্রতিবেদনে এ জানিয়েছে জিও টিভি। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশে ফজলুর রেহমান আরও বলেন, ‘হুমকিমূলক চিঠি দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। তারপরে কে আপনাকে হত্যা করতে যাবে? ষড়যন্ত্রের কথা প্রত্যাখ্যান করেছে দেশের নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানগুলো। তারা প্রমাণ করেছে, আপনি মিথ্যা কথা বলছেন।’
মাওলানা ফজলু আরও অভিযোগ করেন, ‘জালিয়াতি এবং অবৈধ উপায়ে ক্ষমতায় এসেছিল পিটিআই নেতৃত্বাধীন ইমরান খানের সরকার। ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে যারা ষড়যন্ত্র করেছেন তার অন্যতম আমি। এক্ষেত্রে কোনো বিদেশি ষড়যন্ত্র হয়নি। এটা হলো ফজলুর রেহমানের ষড়যন্ত্র, যা আপনাকে তল্পিতল্পাসহ বিদায় করেছে।’