আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। অন্যদিকে ডেমোক্রেট থেকে বাইডেনের মনোনয়ন প্রায় নিশ্চিত।
সম্প্রতি ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হলে ‘একদিনের স্বৈরশাসক’ হতে চেয়ে তুলকালাম ফেলে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার ওই বক্তব্য রীতিমতো লুফে নেয় ডেমোক্রেট শিবির। এটিকে ইস্যু করে ট্রাম্পবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে বাইডেনের নির্বাচনী প্রচারণা দল। তবু নিজের বক্তব্যের পক্ষে অনড় সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আবারও বলেছেন, তিনি পুনর্নির্বাচিত হলে কেবল একদিনের জন্যই স্বৈরশাসক হবেন এবং তা হবে মাত্র দুটি লক্ষ্য অর্জনের জন্য।
তিনি বলেছেন, মাত্র দুটি জিনিসের জন্য তিনি একদিনের স্বৈরশাসক হতে চান- প্রথমত, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন বন্ধ করা; দ্বিতীয়ত, মার্কিন জ্বালানি উৎপাদন প্রকল্পগুলো জোরদার করা।