ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে গতকাল সোমবার নতুন নকশার কিছু কয়েন দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্ধদের কথা ভেবেই এ ধরনের কয়েন তৈরি করা হয়েছে বলে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
চোখে না দেখতে পেলেও টাকা গুনতে আর অসুবিধা হবে না। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করতে তৈরি এই কয়েন শুধু স্বাধীরনতার ৭৫ বছর উদ্যাপনের জন্য বানানো হয়নি।
দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ব্যবহার করা হবে এই কয়েন। কিছু দিনের মধ্যেই কয়েনগুলো ছড়িয়ে পড়বে সে দেশের নানা প্রান্তে। এক রুপি, ২ রুপি, ৫ রুপি, ১০ রুপি আর ২০ রুপির কয়েন তৈরি হয়েছে।
এই কয়েন প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, নতুন ধরনের এই কয়েন তৈরির উদ্দেশ্য একটাই। সকলের জানতে হবে যে- আমাদের লক্ষ হলো অমৃত কাল।
তিনি আরো বলেন, এই কয়েন মনে করাবে- দেশের উন্নয়নের জন্য আমাদের নিয়মিত কাজ করে যেতে হবে। অন্যদেরও উদ্বুদ্ধ করবে। অর্থমন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন মোদি।