তুরস্কের পূর্বাঞ্চলের একটি সড়কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ জন মারা গেছেন। এছাড়া আরও অন্তত ২৬ জন আহত হয়েছেন। বাংলাদেশ ছাড়াও বাসটিতে আফগানিস্তান এবং পাকিস্তানের অভিবাসী ছিলেন। খবর রয়টাসের্র।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকালে ইরান সীমান্তের কাছে ভ্যান প্রদেশের মুরাদিয়ে জেলায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এই সময় গাড়িটিতে আগুন ধরে যায়।
এ ঘটনায় বাসের মালিককে গ্রেফতার করা হয়েছে। তবে ভুক্তভোগীদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি কেউ। কোন দেশের কত জন মারা গেছেন, সেটিও এখনো জানা যায়নি।