আগামী ০১ অক্টোবর থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে শুরু হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সাংস্কৃতিক মিলন মেলা, গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২১।
সংস্কৃতির এই মহাযজ্ঞে ঐতিহ্যবাহী নাট্যদল থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জ। ২ অক্টোবর সন্ধ্যা ৭ টায় বিশিষ্ট নাট্যজন শিশির রহমানের রচনা এবং নির্দেশনায় দর্শক জনপ্রিয় প্রযোজনা পঞ্চভূতের রং তামাশা মঞ্চায়ন করবে।
এতে অভিনয় করবেন – শিশির রহমান, সাব্বির হোসাইন জাকির, আল মামুন, আশরাফ আলী, জিল্লুর রহমান ইমন, মাসফিক শিহাব, রিততিক দাস, সিমান্ত দাস, শরিফ মাহমুদ, ডালিম রহমান, সালাহউদদীন বাবুল, সুদীপ দাস, সৃজন, ইমন, শ্রুতি, ম্যাথিন,হদয়, অর্ক দাস প্রমুখ।