ক্রমবর্ধমান ডিজিটালাইজেশনের মুখে বাণিজ্যিক তুলি শিল্পীদের পেশা রক্ষার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা।
ডিজিটালাইজেশনের কারনে শিল্পীরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, যথাযথপৃষ্ঠপোষকতা এবং প্রশিক্ষণের অভাবে তুলি শিল্পীদের পেশাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।
বাংলাদেশ কমার্শিয়াল আর্টিস্ট এসোসিয়েশনের (বিসিএ) ২০২৪-২০২৬ মেয়াদের জন্য নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচিতি, বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা এবং ইফতার মাহফিলে বক্তারা এই মন্তব্য করেন।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিসিএ সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সেঞ্চুরি আর্ট পাবলিসিটির স্বত্বাধিকারী মোঃ রাশেদ মূল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বিসিএ সাধারণ সম্পাদক আবুল খায়ের মোহাম্মদ আহমদ উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন খান, সহ-সভাপতি তোসাদ্দেক হোসেন মঈনুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস।