বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শোকাবহ আগষ্ট ২০২২ উপলক্ষে মাসব্যাপী ‘ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী আয়োজন করা হয়েছে। ‘শোক থেকে শক্তির অভ্যুদয়, সপ্নপূরণের দৃড়প্রত্যয়’ শিরোনামে মাসব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন আগামী ১ আগষ্ট ২০২২, সোমবার সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো. আবুল মনসুর।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন বরেণ্য শিল্পী হাশেম খান এবং একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনের ১ নং গ্যালারীতে প্রদর্শনীর উদ্বোধন করবেন বরেণ্য শিল্পী সমরজিৎ রায় চৌধুরী। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।