জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের ২য় তলায় মাসব্যাপী বঙ্গবন্ধুর দূর্লভ স্থিরচিত্র প্রদর্শনী উদ্ভোধন করা হয়। আজ স্থিরচিত্র প্রদর্শনী উদ্ভোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর, পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মাসব্যাপী এই দূর্লভ স্থিরচিত্র প্রর্দশনী প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত যে কোনো দর্শনার্থী দেখতে পারবেন (ছুটির দিন ব্যতীত)। প্রদর্শনীতে ১৩০ টি দূর্লভ স্থিরচিত্র রয়েছে। এ প্রদর্শনীতে বঙ্গবন্ধুর অনেক গুরুত্বপূর্ণ স্থিরচিত্র প্রদর্শন করা হয় যা পূর্বে হয়নি। এসব স্থিরচিত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিজস্ব ডিজিটাল আর্কাইভ থেকে নেয়া।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক জীবনের ওপর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ যে কিছু দূর্লভ স্থিরচিত্র প্রদর্শন করেছে যা আগে দেখিনি। তিনি বলেন, এসব স্থিরচিত্র থেকে আগ্রহী দর্শক বঙ্গবন্ধু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।