English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

আজকের রাশিফল

- Advertisements -

মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল ক্রীড়াবিদদের জন্য সময় অনুকূল থাকবে। সুনাম ও সাফল্য লাভের সম্ভাবনা আছে। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার প্রচেষ্টা কারো কারো সাফল্য আসতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। প্রাপ্তির সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। দুর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকুন।

বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে অর্থাগমের সম্ভাবনা আছে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। সঞ্চয়ের চেষ্টা সফল নাও হতে পারে। পরিশ্রম বৃদ্ধি পাবে। কাজ-কর্মে সাফল্য আসতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন।

মিথুন রাশি
২১ মে-২০ জুন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। সামাজিকতা রক্ষার জন্য ব্যয়াধিক্য দেখা দিতে পারে। পুরনো বন্ধু বা আত্মীয়ের সাথে দেখা হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। যোগাযোগ শুভ।

কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই আর্থিক ব্যাপারে কারো উপর নির্ভর করা ঠিক হবে না। নিজের সামর্থ্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত নিন। ব্যবসায়িক ভালো যাবে। তবে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। কারো পরামর্শে বিভ্রান্ত হতে পারেন। নিজের বুদ্ধি বিবেচনামত কাজ করলে সফল হওয়ার সম্ভাবনা আছে।

সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট চিত্তচাঞ্চল্য ক্ষতির কারণ হতে পারে। কোনো সন্তানের জন্য কিছু অর্থ নষ্ট হওয়ার আশঙ্কা আছে। নিজের ভুলের জন্যও ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসায়িক দিক ভালো যাবে। ভালো কোনো সংবাদ পেতে পারেন।

কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো আনন্দানুষ্ঠানে যোগ দিতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কোনো সন্তানের জন্য চিন্তিত হতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ।

তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর ঘনিষ্ঠ কোনো আপনজনের জন্য উদ্বিগ্ন হতে পারেন। প্রতিভার যথাযথ মূল্যায়ন হতে পারে। অন্যের কোনো ব্যাপারে নাক গলানো ঠিক হবে না। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।

বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। প্রভাব বলয় বৃদ্ধির চেষ্টা সফল হতে পারে। জনসংযোগ শুভ। সরকারি চাকুরেদের কাজের চাপ বৃদ্ধি পাবে। বেকারদের কারো কারো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।

ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিশেষ কোনো ব্যাপারে কারো উপর নির্ভরশীল হতে হবে। চাকরিজীবীদের কর্ম পরিবেশ ভালো থাকবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। অকারণ ব্যয় পরিহার করুন। অন্যথায় সঞ্চয়ের চেষ্টা ব্যাহত হতে পারে।

মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি কর্ম পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। সহকর্মীদের সাথে মতানৈক্য দেখা দিতে পারে। নতুন কোনো কাজের ব্যাপারে যোগাযোগ হতে পারে। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। তবে সঞ্চয়ের প্রচেষ্টা সফল নাও হতে পারে।

কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি ব্যয়াধিক্য দেখা দিতে পারে। তীর্থ ভ্রমণের যোগ আছে। পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে। চাকরিজীবীদের পরিশ্রম বৃদ্ধি পাবে। রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ ব্যবসায়িক দিক ভালো যাবে। অনাদায়ী অর্থ আদায় হতে পারে। আর্থিক চিন্তা কিছুটা হরাস পাবে। কোনো সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। চিকিৎসক ও আইনজীবীদের পেশাগত সাফল্য আসতে পারে। রোমান্স শুভ নয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল