মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল ব্যবসায়িক দিক ভালো যাবে না। পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। কাজকর্মে ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন। ধৈর্যসহকারে কাজ করলে সাফল্য আসতে পারে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। জীবজন্তু থেকে সাবধান থাকুন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। সাময়িক বাঁধার সৃষ্টি হতে পারে। কোনো গোপন আশা পূর্ণ হতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন কাজকর্মে মন বসাতে পারবেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কলহ-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই বিবাহ সংক্রান্ত ব্যাপারে চিন্তিত হতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। মা-বাবার জন্য সাময়িক কিছু দুশ্চিন্তা দেখা দিতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। কতৃত্বকামিতার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। ভালো কোনো সংবাদ পেতে পারেন। নতুন কারো প্রতি প্রেমাশক্ত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা শুভ নয়। পড়াশোনায় বাঁধার সম্মুখীন হতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর শরীর ভালো যাবে না। পেটের সমস্যায় ভুগতে পারেন। অপ্রত্যাশিত প্রাপ্তি যোগ আছে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। আবেগ সংযত রাখুন। ভ্রমণযোগ আছে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। কর্মস্থানে সতর্ক থাকার চেষ্টা করুন। সহকর্মীদের সাথে কোনো ধরনের বাদ-প্রতিবাদে লিপ্ত না হলেই ভালো করবেন। আর্থিক দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনা বাঁধাগ্রস্ত হতে পারে। অনভিপ্রেত কোনো খবরে বিচলিত হতে পারেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। আইনি ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর কেউ আপনার নামে কুৎসা রটনা করতে পারে। মিথ্যা বদনামকে পাত্তা দেবেন না। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। অকারণ সন্দেহ ক্ষতির কারণ হতে পারে। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। অংশীদারী ব্যবসায় কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। মা-বাবার জন্য সাময়িক কিছু দুশ্চিন্তা হতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিতে পারে। সঞ্চিত অর্থ ব্যয় করতে হতে পারে। আবেগের বশবর্তী হয়ে আজ কোনো করা ঠিক হবে না। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ মামলা-মোকদ্দমায় জড়াতে পারেন। অংশীদারী ব্যবসায় ভুল বুঝাবুঝি হতে পারে। দাম্পত্য পরিবেশ ভালো নাও থাকতে পারে। পরিশ্রম বৃদ্ধি পাবে। ভালো কোনো সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।