মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো গোপন প্রত্যাশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। তবে আয়-ব্যয়ের সমন¦য় করা কঠিন হবে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। চঞ্চলতা পরিহার করুন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে কর্মপরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে অন্যের সহযোগিতা আশা করতে পারেন। কোনো প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য পেতে পারেন। ব্যবসায়িক দিক মিশ্র সম্ভাবনাময়। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কোনো ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠা বৃদ্ধি পেতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন ব্যবসায়িক দিক ভালো যাবে। তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। প্রতিযোগিতা থাকলেও ব্যবসায়িক লেনদেন ভালো হবে। দৈনন্দিন কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। দূরের যাত্রা শুভ নয়।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই খেলোয়াড়দের জন্য সময় অনুকূল থাকবে। ক্রীড়া নৈপুণ্য দেখাবার সুযোগ পাবেন। সাফল্য আনন্দদায়ক হতে পারে। কারো উপকার করে প্রতিদানের আশা না করাই ভালো। সমাজসেবামূলক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। কোনো প্রত্যাশা পূরণের ক্ষেত্রে হতাশা দেখা দিতে পারে। কর্মপরিবেশ ভালো থাকবে। নিজের যোগ্যতার যথার্থ মূল্যায়ন হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর কাজকর্মে মন বসানো কঠিন হবে। ফলে ভুল-ভ্রান্তি করে আফসোস করতে হতে পারে। কেউ আপনার উদারতার সুযোগ নিতে পারে। সরলতাকে দুর্বলতা ভাবার সুযোগ দেয়া ঠিক হবে না। আজ আপনার নামে কোনো মিথ্যা দুর্নাম রটতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর সন্তানের কোনো ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল নাও থাকতে পারে। কারো সাথে তর্ক-বিতর্কে না জড়ালে ভালো করবেন। চিকিৎসকদের পেশাগত সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। রোমাঞ্চ শুভ নয়।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর কাজকর্মে খুব একটা উৎসাহ পাবেন না। মন চঞ্চল হতে পারে। ক্ষুদ্র শিল্পের মালিকদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। কোনো ধরনের পরিবর্তন আসতে পারে। শরীর অসুস্থ হতে পারে। ডায়াবেটিক রোগীদের বিশেষ সতর্কতা আবশ্যক।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর কেউ আজ প্রতিশ্রতি ভঙ্গ করতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। তবে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। প্রাপ্তিযোগ আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। চিত্তচাঞ্চল্য ক্ষতির কারণ হতে পারে। পারিবারিক দিক ভালো যাবে। জনপ্রতিনিধিদের জন্য সময় খুব একটা অনুকূল নয়। প্রচণ্ড চাপের ভেতর থাকতে হবে। অর্থকরি উদ্যোগ সফল হতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্র“য়ারি হঠাৎ কোনো সমস্যার উদ্ভব হতে পারে। সন্তানের ব্যাপারে সতর্ক থাকুন। বয়স্কদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। আর্থিক দিক ভালো যাবে। চঞ্চলতা পরিহার করুন। যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্র“য়ারি-২০ মার্চ অসতর্কতার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। অর্থ নষ্ট হওয়ার আশংকা আছে। সরকারি চাকুরেদের জন্য দিনটি শুভ। আজ ভালো কোনো খবর পেতে পারেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন