English

21 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৬০ লাখ ৩২ হাজার ১৮৪ জন বা আক্রান্তের ৯৮%

- Advertisements -

বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ৭১ হাজার ১৩৫ জন।সর্বোচ্চ মৃত্যু ইন্দোনেশিয়ায় ১ হাজার ২৭০ জনের।সর্বোচ্চ সুস্থ ভারতে ৩৭ হাজার ৯৫৩ জন।

আজ রোববার (১৫ আগষ্ট) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার ৩১৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ লাখ ৬৭ হাজার ৫১৯ জন। নতুন করে প্রাণ গেছে ৮ হাজার ৭৮৮ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৪৩ লাখ ৬৭ হাজার ২৫৯ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৬০ লাখ ৩২ হাজার ১৮৪ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ১৩৬ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৭০ লাখ ২৯ হাজার ৪২৪ জন বা আক্রান্তের ৯৯.৪% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ৬ হাজার ৪৫০ জন বা আক্রান্তের ০.৬%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৮৩৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭১ হাজার ১৩৫ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৩৭ হাজার ৪৩৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২৫৮ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ কোটি ১ লাখ ৪৪ হাজার ৬০৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ১২৭ জন, মৃত্যু ৪৯১ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লাখ ৯১ হাজার ৯৫৪ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৩১ হাজার ২৫৩ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৪৬০ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩ লাখ ৫০ হাজার ১৪২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩১ হাজার ১৪২ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৯১৯ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ১ কোটি ৯১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৫ লাখ ৭৯ হাজার ২১২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ১৪৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৯ হাজার ৬৮৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮১৯ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৫৮ লাখ ৬৭ হাজার ৮৯০ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৬৪ লাখ ৪৯ হাজার ৮৬৩ জন। মারা গেছেন ১ লাখ ১২ হাজার ৬১২ জন এবং সুস্থ হয়েছেন ৫৮ লাখ ৮১ হাজার ৩৭৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ৪২৭ জন এবং মৃত্যু ৫১ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬২ লাখ ৪১ হাজার ১১ জন। মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ৮৯৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯ হাজার ৫২০ জন এবং মৃত্যু ৯৩ জনের। সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৯৬ হাজার ৭৭৪ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৬০ লাখ ৫৯ হাজার ৮০৬ জন। মোট মৃত্যু ৫৩ হাজার ৫ জনের এবং সুস্থ হয়েছেন ৫৫ লাখ ৯০ হাজার ৫৭৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৯৪৯ জন এবং মৃত্যু ১২১ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫০ লাখ ৮০ হাজার ৯০৮ জন। মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৯৩৬ জন এবং সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৩৬ হাজার ৬৩২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ১৮৩ জন এবং মৃত্যু ১২১ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৪৮ লাখ ৬৪ হাজার ৬২৯ জন। মারা গেছেন ১ লাখ ২৩ হাজার ৩৫৬ জন এবং সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৮৫ হাজার ৮৯৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৭ জন। মৃত্যু ১৩৫ জনের।

স্পেনে আক্রান্ত ৪৬ লাখ ৯৩ হাজার ৫৪০ জন। মোট মৃত্যু ৮২ হাজার ৪৭০ জনের আর সেরে উঠেছে ৩৮ লাখ ৮৮ হাজার ৭১৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৬৫৭ জন, মৃত্যু ৬৩ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৩৫ হাজার ৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ১৮৮ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৪১৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৪ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪১ লাখ ৮০ হাজার ১২৯ জন।

ইরানে মোট আক্রান্ত ৪৩ লাখ ৮৯ হাজার ৮৫ জন। মোট মৃত্যু ৯৭ হাজার ২০৮ জনের এবং সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৮২৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯ হাজার ৭০০ জন এবং মৃত্যু ৪৬৬ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৩৮ লাখ ৩৩ হাজার ৫৪১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮ হাজার ৫৯৮ জন। মোট মৃত্যু ১ লাখ ১৬ হাজার ৩৬৬ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ২৭০ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ লাখ ২১ হাজার ৫৯৮ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ৩৮ লাখ ২৪ হাজার ৫২৭ জন। মোট মৃত্যু ৯২ হাজার ৩৭০ জনের এবং সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৭৭ হাজার ৮০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৬৮২ জন, মৃত্যু ৩ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩০ লাখ ৬৮ হাজার ৩২৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ৭৫৮ জন। মোট মৃত্যু ২ লাখ ৪৭ হাজার ৪১৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৬০৩ জনের। এবং সুস্থ হয়েছেন ২৪ লাখ ৫ হাজার ৪৩৩ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৮৫ হাজার ১৮৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ হাজার ২৯৯ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৫৫ হাজার ১৮৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১১ জন এবং মৃত্যু ২ জনের।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৫ লাখ ৯৫ হাজার ৪৪৭ জন। মোট মারা গেছেন ৭৬ হাজার ৮৬৯ জন। সুস্থ হয়েছেন ২৩ লাখ ৬৪ হাজার ৫০৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ২০ জন, মৃত্যু ২৩৮ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ২২ লাখ ৬৫ হাজার ২১৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৩৫৩ জন। মোট মৃত্যু ৫৩ হাজার ২৩৮ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২১ জনের এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৯৬ হাজার ৫৮৯ জন।

পেরুতে মোট আক্রান্ত ২১ লাখ ৩২ হাজার ৮৩৪ জন। মোট মৃত্যু ১ লাখ ৯৭ হাজার ৩৪০ জন। আর সুস্থ হয়েছেন ১৭ লাখ ২০ হাজার ৬৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৪৯৭ জন,মৃত্যু ৬১ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ১৮ লাখ ৯৯ হাজার ৬৪৭ জন। মোট মৃত্যু ১৭ হাজার ৯০৬ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৩০৩ জন, মৃত্যু ৬ জনের।সুস্থ হয়েছেন ১৭ লাখ ৪৮ হাজার ২০২ জন।

এদিকে করোনা আক্রান্তের ২৬ নম্বরে উঠে আসা বাংলাদেশে এখন পর্যন্ত ১৪ লাখ ১২ হাজার ২১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৩ হাজার ৯৮৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৮৮৫ জন, মৃত্যু ১৭৮ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন