English

23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় সুস্থ হয়ে উঠেছেন ১৫ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ৯৫৩ জন বা আক্রান্তের ৯৮%

- Advertisements -

আজ শুক্রবার (১১ জুন ) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৫৬ লাখ ২১ হাজার ৭৯০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৪৮ হাজার ৪২৫ জন। নতুন করে প্রাণ গেছে ১১ হাজার ৭০১ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৩৭ লাখ ৮৮ হাজার ৭১২ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ৯৫৩ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৮২ হাজার ৫৬ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ২৫ লাখ ৮২ হাজার ৫২৩ জন বা আক্রান্তের ৯৯.৩% এবং গুরুতর অসুস্থ ৮৪ হাজার ৬০২ জন বা আক্রান্তের ০.৭%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩ কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৭৮৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৮৮০ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ১৪ হাজার ৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৪২৪ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ২ কোটি ৮২ লাখ ৭৮ হাজার ৩৯৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে । গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯১ হাজার ২৬৩ জন, মৃত্যু ৩ হাজার ৪০২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯২ লাখ ৭৩ হাজার ৩৩৮ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৩ লাখ ৬৩ হাজার ৯৭ জনের। ভারতে সুস্থ হয়েছেন ২ কোটি ৭৭ লাখ ৭৮ হাজার ৮৯৪ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৫৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৯ হাজার ৮০২ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৮২ হাজার ১৩৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২ হাজার ৩৪৪ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ১ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ৭৫৪ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৫৭ লাখ ২৯ হাজার ৯৬৭ জন। মারা গেছেন ১ লাখ ১০ হাজার ২৭০ জন এবং সুস্থ হয়েছেন ৫৪ লাখ ৭১ হাজার ১৪৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৪৭৫ জন এবং মৃত্যু ৬৮ জনের।

তুরস্কে মোট আক্রান্ত ৫৩ লাখ ১৩ হাজার ৯৮ জন। মোট মৃত্যু ৪৮ হাজার ৫২৪ জনের এবং সুস্থ হয়েছেন ৫১ লাখ ৮৬ হাজার ৭২৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৪০৮ জন এবং মৃত্যু ৯৬ জনের।

রাশিয়া আক্রান্তে ষষ্ঠ অবস্থানে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ৬৭ হাজার ৯৪৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৬৯৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ২৭৮ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৮৩ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৭১ হাজার ৯৯৫ জন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৪২ হাজার ৯৮৬ জন। মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৮৬৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৩৯৩ জন এবং মৃত্যু ৭ জনের। সুস্থ হয়েছেন ৪২ লাখ ৮৩ হাজার ২৬৩ জন।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৩৯ হাজার ৮৬৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৭৯ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৮৫৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮৮ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৪৩ হাজার ৭০৪ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৪০ লাখ ৬৬ হাজার ১৫৬ জন। মারা গেছেন ৮৩ হাজার ৯৪১ জন এবং সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৩৯ হাজার ৪০২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৭ হাজার ৬২৮ জন এবং মৃত্যু ৬৬৯ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৩৭ লাখ ১৮ হাজার ৬১৭ জন। মোট মৃত্যু ৯০ হাজার ২৮৩ জনের এবং সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৬৩ হাজার ৮০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৭৪৭ জন, মৃত্যু ৯৬ জনের।

স্পেনে আক্রান্ত ৩৭ লাখ ২৯ হাজার ৪৫৮ জন। মোট মৃত্যু ৮০ হাজার ৪৬৫ জনের আর সেরে উঠেছে ৩৫ লাখ ৫ হাজার ২৪৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৬২৩ জন, মৃত্যু ১৩৩ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৩৬ লাখ ৬৫ হাজার ১৩৭ জন। মারা গেছেন ৯৪ হাজার ৪৬ জন এবং সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৯ হাজার ৭৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯ হাজার ৩০২ জন। মৃত্যু ৫৭৩ জনের।

ইরানে মোট আক্রান্ত ৩০ লাখ ৩ হাজার ১১২ জন। মোট মৃত্যু ৮১ হাজার ৬৭২ জনের এবং সুস্থ হয়েছেন ২৬ লাখ ১২ হাজার ৯১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৩৯৮ জন এবং মৃত্যু ১৫৩ জনের।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৭৬ হাজার ৬৬৭ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৪ হাজার ৪৪৭ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৪৭ হাজার ৯৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৮২ জন এবং মৃত্যু ৮৪ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ২৪ লাখ ৪১ হাজার ৮৬৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৮৫৫ জন। মোট মৃত্যু ২ লাখ ২৯ হাজার ৩৫৩ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২৫৩ জনের। এবং সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৬ হাজার ৪৭৭ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ২২ লাখ ১৯ হাজার ৮২৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৭৮৫ জন। মোট মৃত্যু ৫১ হাজার ৫০৭ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৯৭ জনের এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ১৫ হাজার ১৯৭ জন।

পেরুতে মোট আক্রান্ত ১৯ লাখ ৯৫ হাজার ২১৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৮৭ হাজার ৮৪৭ জন। আর সুস্থ হয়েছেন ১৭ লাখ ২০ হাজার ৬৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৫৪ জন,মৃত্যু ৩৬৮ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ১৮ লাখ ৮৫ হাজার ৯৪২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৮৯২ জন। মোট মৃত্যু ৫২ হাজার ৩৭৩ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২১১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ২৮ হাজার ৯১৪ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ১৭ লাখ ২২ হাজার ৮৬ জন। মোট মারা গেছেন ৫৭ হাজার ৪১০ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৩ হাজার ৫৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ১৪৭ জন, মৃত্যু ১০০ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ১৬ লাখ ৬৯ হাজার ১২১ জন। মোট মৃত্যু ১৭ হাজার ৭০৫ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫৬১ জন, মৃত্যু ৫ জনের।সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৬৯৮ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩২ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৮ লাখ ২০ হাজার ৩৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৯৮৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৫৯ হাজার ৬৩০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৫৭৬ জন, মৃত্যু ৪০ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন