English

18 C
Dhaka
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ৪৬৬ জন

- Advertisements -

বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ৭১ হাজার ৮০৯ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ১ হাজার ৫৬৩ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩৬ হাজার ৮২১ জন।

আজ বুধবার (২০ অক্টোবর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৪১৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৪৩ হাজার ৩৮২ জন। নতুন করে প্রাণ গেছে ৮ হাজার ৪১১ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৪৯ লাখ ২৮ হাজার ৯৬২ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২১ কোটি ৯৬ লাখ ৮২ হাজার ৯৭০ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৫ হাজার ৭১৪ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ৪৬৬ জন বা আক্রান্তের ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৭৮ হাজার ২১ জন বা আক্রান্তের ০.৪%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৪ কোটি ৫৯ লাখ ৯৬ হাজার ৫০৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭১ হাজার ৮০৯ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৭ লাখ ৪৮ হাজার ৬৫২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৬৩ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ কোটি ৫৭ লাখ ১০ হাজার ৩৩১ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৯৩৬ জন, মৃত্যু ১৯৯ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ৮ হাজার ৩২৩ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৫২ হাজার ৬৮৪ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৬২১ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৬ লাখ ৬৪ হাজার ৮৭৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৯৬৯ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৩ হাজার ৯০২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩৮১ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৮ লাখ ৩৮ হাজার ১৮৮ জন সুস্থ হয়েছেন।
এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৫ লাখ ৪১ লাখ ১৯২ জন। মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৮৫২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৩ হাজার ৭৩৮ জন এবং মৃত্যু ২২৩ জনের। সুস্থ হয়েছেন ৬৯ লাখ ৯১ হাজার ৯০৯ জন।

আক্রান্তে পঞ্চম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮০ লাখ ৬০ হাজার ৭৫২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩ হাজার ৭৪০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ২৫ হাজার ৩২৫ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ১৫ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৭০ লাখ ৪০ হাজার ৪৮১ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৭৭ লাখ ১৪ হাজার ৩৮৯ জন। মোট মৃত্যু ৬৮ হাজার ৬০ জনের এবং সুস্থ হয়েছেন ৭১ লাখ ৪৩ হাজার ৬৫৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০ হাজার ৮৬২ জন এবং মৃত্যু ২২৩ জনের।

ফ্রান্সে মোট আক্রান্ত ৭০ লাখ ৯৬ হাজার ৪৩ জন। মারা গেছেন ১ লাখ ১৭ হাজার ৩৫৫ জন এবং সুস্থ হয়েছেন ৬৮ লাখ ৯০ হাজার ৯২২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৯৩৪ জন এবং মৃত্যু ৪৯ জনের।

ইরানে মোট আক্রান্ত ৫৮ লাখ ৯ হাজার ৯৬৭ জন। মোট মৃত্যু ১ লাখ ২৪ হাজার ৪২৩ জনের এবং সুস্থ হয়েছেন ৫৩ লাখ ৪৭ হাজার ৪৮৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৩০৮ জন এবং মৃত্যু ১৬৭ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫২ লাখ ৭৪ হাজার ৭৬৬ জন। মারা গেছেন ১ লাখ ১৫ হাজার ৭৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৫১ লাখ ৪১ হাজার ২৮৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৩০৩ জন এবং মৃত্যু ৩৩ জনের।

স্পেনে আক্রান্ত ৪৯ লাখ ৯০ হাজার ৭৬৭ জন। মোট মৃত্যু ৮৭ হাজার ৫১ জনের আর সেরে উঠেছে ৪৮ লাখ ৪২ হাজার ৫১৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৮৮৯ জন, মৃত্যু ২১ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৪৯ লাখ ৮৩ হাজার ৫২৭ জন। মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৯১০ জন এবং সুস্থ হয়েছেন ৪৮ লাখ ২৮ হাজার ১৯৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৫২ জন। মৃত্যু ২৪ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ২২ হাজার ১৮৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৬৯৭ জন। দেশটিতেপ এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩১ হাজার ৬৫৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫৩ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪৫ লাখ ১৫ হাজার ৯৮৭ জন।
জার্মানিতে মোট আক্রান্ত ৪৪ লাখ ১০ হাজার ৩৩২ জন। মোট মৃত্যু ৯৫ হাজার ৫৮৮ জনের এবং সুস্থ হয়েছেন ৪১ লাখ ৬৪ হাজার ৬০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৫৪৩ জন, মৃত্যু ৭৭ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ৩৬ হাজার ২৮৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯০৩ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৩ হাজার ৪৯ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৫০ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০ লাখ ৭৬ হাজার ৫৪১ জন।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩৭ লাখ ৫৮ হাজার ৪৬৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৪১৩ জন। মোট মৃত্যু ২ লাখ ৮৪ হাজার ৪৭৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৯৬ জনের। এবং সুস্থ হয়েছেন ৩১ লাখ ২২ হাজার ৭২ জন।
পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৪১ হাজার ১২৬ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৬ হাজার ১১৫ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৭৭ হাজার ৫৩৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫৩৭ জন এবং মৃত্যু ৩ জনের।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৯ লাখ ১৭ হাজার ২৫৫ জন। মোট মারা গেছেন ৮৮ হাজার ৬৭৪ জন।সুস্থ হয়েছেন ২৮ লাখ ৮ হাজার ১৬০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৫২ জন, মৃত্যু ৫৫ জনের।

ফিলিপাইন্সে মোট আক্রান্ত ২৭ লাখ ৩১ হাজার ৭৩৫ জন। মোট মৃত্যু ৪০ হাজার ৯৭২ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৪৯৬ জন, মৃত্যু ২১১ জনের।সুস্থ হয়েছেন ২৬ লাখ ২৭ হাজার ১২৬ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ২৬ লাখ ৬০ হাজার ২৭৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৫৭৯ জন। মোট মৃত্যু ৬১ হাজার ৩৪৮ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫৩৮ জনের এবং সুস্থ হয়েছেন ২৩ লাখ ৩৭ হাজার ১৯৪ জন।

মালয়েশিয়ায় মোট আক্রান্ত ২৪ লাখ ১ হাজার ৮৬৬ জন। মোট মৃত্যু ২৮ হাজার ৬২ জন। আর সুস্থ হয়েছেন ২২ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৭৪৫ জন,মৃত্যু ৬৯ জনের।

এদিকে করোনা আক্রান্তের ২৯ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৮৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৬৯ জন, মৃত্যু ৭ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন