English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬ লাখ ৩৭ হাজার ২৫১ জন

- Advertisements -

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৩৪ হাজার ৪৬৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ লাখ ৫৯ হাজার ৩৯৭ জন। নতুন করে প্রাণ গেছে ১১ হাজার ২৭ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২৪ লাখ ২৯ হাজার ৭৫৫ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ২৭০ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬ লাখ ৩৭ হাজার ২৫১ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ২০০ জন বা ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৯৭ হাজার ২৪৩ জন বা ০.৪%।

এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২ কোটি ৮৩ লাখ ৮১ হাজার ২২০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৩ হাজার ৩৯৮ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৯৯ হাজার ৯৯১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৮৭ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৮৪ লাখ ৭৯ হাজার ৪১৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৭৯৫ জন। মৃত্যু হয়েছে, ১০৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ১০৬ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫৫ হাজার ৯৪৯ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ৬ লাখ ৪২ হাজার ৯০৩ জন।

আক্রান্তে ৩য় অবস্থানে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯ লাখ ২১ হাজার ৯৮১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ২৭১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৪০ হাজার ৯৮৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৮৮ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৮৮ লাখ ৮৩ হাজার ১৯১ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ৯৯ হাজার ৩২৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ২৩৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৮০ হাজার ৯৭৯ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৫৯ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৩৬ লাখ ২৪ হাজার ৬৬৩ জন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ৫৮ হাজার ৪৬৮ জন। মারা গেছেন ১ লাখ ১৮ হাজার ১৯৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৬২৫ জন এবং মৃত্যু ৭৯৯ জনের।সুস্থ হয়েছেন ২২ লাখ ৩১ হাজার ৭৯৯ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩৪ লাখ ৮৯ হাজার ১২৯ জন। মারা গেছেন ৮২ হাজার ৮১২ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৪৪ হাজার ২৩৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৫৯০ জন।মৃত্যু ৪১০ জনের।

স্পেনে আক্রান্ত ৩০ লাখ ৯৬ হাজার ৩৪৩ জন।মোট মৃত্যু ৬৫ হাজার ৯৭৯ জন আর সেরে উঠেছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৫৭ জন।মৃত্যু ৫৩০ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ৩৯ হাজার ৫৯১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৩৮৬ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৪ হাজার ১৯১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৩৬ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২২ লাখ ৫১ হাজার ৭৩৪ জন।

তুরস্কে মোট আক্রান্ত ২৬ লাখ ২ হাজার ৩৪ জন। মোট মৃত্যু ২৭ হাজার ৬৫২ জনের এবং সুস্থ হয়েছেন ২৪ লাখ ৮৯ হাজার ৬২৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৯০৬ জন এবং মৃত্যু ৯০ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২৩ লাখ ৫২ হাজার ৭৬৬ জন। মোট মৃত্যু ৬৬ হাজার ৫৩৬ জনের এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৪১ হাজার ৪০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৮৯৬ জন, মৃত্যু ৫৮৭ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ২২ লাখ ২ হাজার ৫৯৮ জন। মারা গেছেন ৫৭ হাজার ৯৪৯ জন এবং সুস্থ হয়েছেন ২০ লাখ ৯৫ হাজার ১০৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৪৯ জন। মৃত্যু ১৬৩ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ২০ লাখ ৩৩ হাজার ৬০ জন। মারা গেছেন ৫০ হাজার ৪৩২ জন এবং সুস্থ হয়েছেন ১৮ লাখ ৩৮ হাজার ২৯১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৩ জন এবং মৃত্যু ১০৫ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ১৯ লাখ ৯৫ হাজার ৮৯২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৯৮ জন। মোট মৃত্যু ১ লাখ ৭৪ হাজার ৬৫৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৪৫০ জনের। এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৫ হাজার ৯২৩ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৯৬ হাজার ৬৭৩ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১ হাজার ২৮ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫২ হাজার ৪৪৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ১৭৮ জন এবং মৃত্যু ১৯৬ জনের।

ইরানে মোট আক্রান্ত ১৫ লাখ ৩৪ হাজার ৩৪ জন। মোট মৃত্যু ৫৯ হাজার ১১৭ জনের এবং সুস্থ হয়েছেন ১৩ লাখ ১০ হাজার ৮২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ১১ জন এবং মৃত্যু ৮৯ জনের।

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১৪ লাখ ৯৪ হাজার ১১৯ জন।মোট মারা গেছেন ৪৮ হাজার ৩১৩ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ২১০ জন,মৃত্যু ২১৯ জনের। সুস্থ হয়েছেন ১৩ লাখ ৯৬ হাজার ৯৫১ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ১২ লাখ ৭৬ হাজার ৬১৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ১৪৩ জন। মোট মৃত্যু ২৪ হাজার ৫৪২ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৫০ জনের এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ২২ হাজার ৯৬৮ জন।

পেরুতে মোট আক্রান্ত ১২ লাখ ৪৪ হাজার ৭২৯ জন। মোট মৃত্যু ৪৪ হাজার ৫৬ জন।আর সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৫ হাজার ৯৫৬ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ২২৮ জন,মৃত্যু ১৭৬ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ১২ লাখ ৩৩ হাজার ৯৫৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ২৯ জন। মোট মৃত্যু ৩৩ হাজার ৫৬৯ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২২৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৯ হাজার ৬৭৪ জন।

চেসনিয়ায় মোট আক্রান্ত ১০ লাখ ৯৯ হাজার ৬৫৪ জন। মোট মৃত্যু ১৮ হাজার ৪৩০ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৭৪৫ জন, মৃত্যু ৬২ জনের।সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ৭৪৯ জন।

এদিকে ৩৩ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৪১ হাজার ৪৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ২৯৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮৮ হাজার ৬২৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৯৬ জন , মৃত্যু ১৩ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন