English

17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় প্রাণ গেছে ১৪ হাজার ৪১০ জনের

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত জার্মানীতে ২ লাখ ৩৮ হাজার ৪১০ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ২ হাজার ৭৮৫ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৭৪ হাজার ৪৫৮ জন।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ কোটি ৩৭ লাখ ১ হাজার ৩৪৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ লাখ ৭২ হাজার ৩০৯ জন। নতুন করে প্রাণ গেছে ১৪ হাজার ৪১০ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৭ লাখ ৯৬ হাজার ২০৫ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩২ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার ৫৬ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩০ লাখ ২৭ হাজার ৭৭৪ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৭ কোটি ৩৯ লাখ ৭০ হাজার ২৬৫ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৮৯ হাজার ৮১৮ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৭ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৩৯৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ২৭ হাজার ৪৫৮ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৯ লাখ ৪৫ হাজার ৯২৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ৭৮৫ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৪ কোটি ৯২ লাখ ১৭ হাজার ৩৫৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ৮৪ জন, মৃত্যু ১ হাজার ২৪১ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৬০ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ৬ হাজার ৫৪৯ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ১১ লাখ ৮০ হাজার ৭৫১ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৫৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৩৫ হাজার ১৮৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ২৯৫ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৩৩ লাখ ৩ হাজার ১৯২ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ৮ লাখ ৪ হাজার ৩৭২ জন। মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ৯২৩ জন এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৪৬ লাখ ৬ হাজার ৭৯১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৬ হাজার ১ জন এবং মৃত্যু ৪১৭ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮০ লাখ ১১৯ জন। মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ৯৫৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৮ হাজার ২১৪ জন এবং মৃত্যু ২৭৬ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার ৭৪১ জন।

আক্রান্তে ৬ষ্ঠ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ৭৬৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৮৩ হাজার ১০৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৩৭ হাজার ৩৯০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৬৯ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৮ লাখ ৩ হাজার ৩০৫ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ২৫ লাখ ৫৪ হাজার ৬৭৪ জন। মোট মৃত্যু ৮৯ হাজার ৪৭৭ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লাখ ৬৭ হাজার ৯৮৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৮ হাজার ৫৬৩ জন এবং মৃত্যু ২৬৬ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ৪৩৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮১ হাজার ৩৬৭ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৪৯ হাজার ৮৯৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৮৪ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৯৮ লাখ ২২ হাজার ৯১৫ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার ৮৭৪ জন। মোট মৃত্যু ১ লাখ ১৯ হাজার ৯৭২ জনের এবং সুস্থ হয়েছেন ৮৩ লাখ ৭৩ হাজার ৯০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ লাখ ৩৮ হাজার ৪১০ জন, মৃত্যু ২৪৬ জনের।

স্পেনে আক্রান্ত ১ কোটি ৫ লাখ ২ হাজার ১৪১ জন। মোট মৃত্যু ৯৫ হাজার ২১৩ জনের আর সেরে উঠেছে ৭১ লাখ ৬৭ হাজার ৪৪০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬২ হাজার ৮৩৯ জন, মৃত্যু ২৮২ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৮৫ লাখ ৭৭ হাজার ২১৫ জন। মারা গেছেন ১ লাখ ২২ হাজার ৫৮৪ জন এবং সুস্থ হয়েছেন ৮১ লাখ ৬ হাজার ৮৫১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৮৩৬ জন এবং মৃত্যু ১৪৫ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬৫ লাখ ৪৩ হাজার ৮৩৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৩২ হাজার ৭৪৫ জনের এবং সুস্থ হয়েছেন ৬১ লাখ ৩৮ হাজার ৬৯২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩ হাজার ১৩০ জন এবং মৃত্যু ৬৪ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫৯ লাখ ৫৬ হাজার ৩৫০ জন। মারা গেছেন ১ লাখ ৩৫ হাজার ৫১৮ জন এবং সুস্থ হয়েছেন ৫৭ লাখ ৪৩ হাজার ৪৩০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৫৬৭ জন। মৃত্যু ২৩৬ জনের।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ২৯ হাজার ৭৭ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৬ হাজার ৫৭৮ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৪২ লাখ ১২ হাজার ১৪৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৫ হাজার ৭৪৬ জন এবং মৃত্যু ২৭২ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৫১ লাখ ৬ হাজার ৪৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৭ হাজার ৬৩ জন। মোট মৃত্যু ৩ লাখ ৮ হাজার ৮২৯ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৬৮৮ জনের। এবং সুস্থ হয়েছেন ৪২ লাখ ৪৯ হাজার ৪৯৩ জন।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৫৪ লাখ ৩৬ হাজার ৫৭৫ জন। মোট মৃত্যু ২১ হাজার ৩৪৩ জন। আর সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৪৯ হাজার ৭০১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৬ হাজার ৫৩৮ জন,মৃত্যু ৭ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪৪ লাখ ৮০ হাজার ৪২৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩ হাজার ৭২৯ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ৪৯৭ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৪৪ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ৭২ হাজার ৪৫৮ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ৪২ লাখ ৫৬ হাজার ২০৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪২ হাজার ৫৩৩ জন। মোট মৃত্যু ১ লাখ ১ হাজার ১৬৮ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৮৫ জনের এবং সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৬৯ হাজার ৯৭৯ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩৬ লাখ ২২ হাজার ২১০ জন। মোট মারা গেছেন ৯৫ হাজার ৮১৭ জন।সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৭৭ হাজার।

ফিলিপাইনে মোট আক্রান্ত ৩৬ লাখ ৯ হাজার ৫৬৮ জন। মোট মৃত্যু ৫৪ হাজার ৫২৬ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৩৬১ জন, মৃত্যু ৩১২ জনের।সুস্থ হয়েছেন ৩৪ লাখ ২৮ হাজার ৮১৫ জন। এদিকে করোনা আক্রান্তের ৪০ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭০৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ১৬ জন, মৃত্যু ৩৩ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন