English

29 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় প্রাণ গেছে ১০ হাজার ৪৬১ জনের

- Advertisements -

বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাজ্যে ৪৮ হাজার ৮৫৪ জন।সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায় ১ হাজার ১৩২ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাজ্যে ৩৬ হাজার ৯৭৮ জন।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৪ লাখ ৩০ হাজার ৯২২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৪৪ হাজার ৫২২ জন। নতুন করে প্রাণ গেছে ১০ হাজার ৪৬১ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৩ লাখ ২২ হাজার ৮৮ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৪ কোটি ৩১ লাখ ০৬ হাজার ৭৭৭ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ৭০৬ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ১৯ লাখ ১৩ হাজার ২৩১ জন বা আক্রান্তের ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৮৮ হাজার ৮২৬ জন বা আক্রান্তের ০.৪%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৫ কোটি ৮ লাখ ১ হাজার ৪৫৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৭৮৪ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৮ লাখ ১৭ হাজার ৯৫৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১৬৭ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৪ কোটি ০ লাখ ৩ হাজার ৬৭৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩৫০ জন, মৃত্যু ২০২ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ৮৬০ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৭৫ হাজার ৬৩৬ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ২২ হাজার ৭৯৫ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২১ লাখ ৮৯ হাজার ৮৬৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৮৮ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১৬ হাজার ৯৪১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৮২ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ১৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন সুস্থ হয়েছেন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮ লাখ ১৯ হাজার ৫১৫ জন। মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৪৩৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৮ হাজার ৮৫৪ জন এবং মৃত্যু ৫২ জনের। সুস্থ হয়েছেন ৯৪ লাখ ৯০ হাজার ৪০৭ জন।

আক্রান্তে পঞ্চম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ০ লাখ ১৬ হাজার ৮৯৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯ হাজার ৯২৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৮৯ হাজার ৪৮৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ১৩২ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৮৭ লাখ ৪১ হাজার ৩৫৫ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৯০ লাখ ৪০ হাজার ১৭৯ জন। মোট মৃত্যু ৭৯ হাজার ১৫১ জনের এবং সুস্থ হয়েছেন ৮৬ লাখ ১৪ হাজার ৭৪২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ৯৫৬ জন এবং মৃত্যু ১৮২ জনের।

ফ্রান্সে মোট আক্রান্ত ৮২ লাখ ৫৮ হাজার ৬৯২ জন। মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৪৩১ জন এবং সুস্থ হয়েছেন ৭২ লাখ ৯৯ হাজার ৮৫৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৩ হাজার ৮৪৮ জন এবং মৃত্যু ৪৮ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৬৫ লাখ ৩০ হাজার ৯১২ জন। মোট মৃত্যু ১ লাখ ৬ হাজার ৩৩১ জনের এবং সুস্থ হয়েছেন ৫৩ লাখ ৯৫ হাজার ৩০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯ হাজার ৬৩৩ জন, মৃত্যু ১২৩ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬১ লাখ ৫৪ হাজার ৮১৩ জন। মোট মৃত্যু ১ লাখ ৩০ হাজার ৭২২ জনের এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৬৯ হাজার ৫৯১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ২৮৯ জন এবং মৃত্যু ৬১ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫৩ লাখ ৫৬ হাজার ৮৮৫ জন। মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ৭৬০ জন এবং সুস্থ হয়েছেন ৫২ লাখ ১৩ হাজার ৬৭৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৪৪৫ জন এবং মৃত্যু ১২ জনের।

স্পেনে আক্রান্ত ৫২ লাখ ৯০ হাজার ১৯০ জন। মোট মৃত্যু ৮৮ হাজার ৩৮১ জনের আর সেরে উঠেছে ৪৯ লাখ ৪৩ হাজার ৭৩৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৯৫৭ জন, মৃত্যু ৫০ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ২৫ হাজার ৫১২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ২১৫ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩৪ হাজার ৮৩১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৬ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৫ হাজার ৮০৯ জন।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫০ লাখ ৮৮ হাজার ৮ জন। মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৯৬৯ জন এবং সুস্থ হয়েছেন ৪৯ লাখ ২৮ হাজার ৮৮৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৬২৭ জন। মৃত্যু ৪০ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ৫৮ হাজার ৫৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২০ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৩ হাজার ৯১৮ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৯ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ৯ হাজার ৩৬৪ জন।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩৯ লাখ ৮ হাজার ৩৩৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ২১৫ জন। মোট মৃত্যু ২ লাখ ৯৫ হাজার ৮৯৩ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২৯২ জনের। এবং সুস্থ হয়েছেন ৩২ লাখ ৬৪ হাজার ৫৮৫ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ২৮ হাজার ২৪৮ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৮ হাজার ৪৭৯ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩২ লাখ ৮৯ হাজার ১১৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৪৫২ জন এবং মৃত্যু ৬৫ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ৩৫ লাখ ৫৯ হাজার ৯২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ২৭৫ জন। মোট মৃত্যু ৯১ হাজার ২৭ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৩৮ জনের এবং সুস্থ হয়েছেন ৩১ লাখ ৯৫ হাজার ৯১৩ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩১ লাখ ৬৭ হাজার ৪৯৭ জন। মোট মারা গেছেন ৯০ হাজার ১৩৭ জন।সুস্থ হয়েছেন ২৯ লাখ ১৩ হাজার ২৩২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৭ হাজার ৮৭৫ জন, মৃত্যু ২১ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ২৮ লাখ ৮০ হাজার ৪২৬ জন। মোট মৃত্যু ২০ হাজার ১১২ জন। আর সুস্থ হয়েছেন ২২ লাখ ৪৯ হাজার ১৬১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৫৮৮ জন,মৃত্যু ৩৮ জনের।

ফিলিপাইন্সে মোট আক্রান্ত ২৮ লাখ ৩৬ হাজার ৫৯২ জন। মোট মৃত্যু ৫০ হাজার ২৮০ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪০২ জন, মৃত্যু ১৮৪ জনের।সুস্থ হয়েছেন ২৭ লাখ ৭৫ হাজার ৫৭ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩১ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ২৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৪৪ হাজার ১৫০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩২৯ জন, মৃত্যু ৬ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন