English

25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ লাখ ৯৯ হাজার ৩৭৭ জন

- Advertisements -

বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ৯১ হাজার ৯৫৬ জন।সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায় ১ হাজার ১২১ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ৭৮ হাজার ৩২৯ জন।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ১০ লাখ ৩০ হাজার ২৯৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ লাখ ৯৯ হাজার ৩৭৭ জন। নতুন করে প্রাণ গেছে ৫ হাজার ৭১৭ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৩ লাখ ২৭ হাজার ৮০৫ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৪ কোটি ৩৬ লাখ ২৪ হাজার ২৫৯ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৪৮২ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ১৯ লাখ ৮৯ হাজার ৩৭৮ জন বা আক্রান্তের ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৮৮ হাজার ৮৫৭ জন বা আক্রান্তের ০.৪%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৫ কোটি ৯ লাখ ৯১ হাজার ৩২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯১ হাজার ৯৫৬ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৮ লাখ ১৯ হাজার ১৮০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৫৩৫ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৪ কোটি ১ লাখ ০ হাজার ৮০১ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৬৪৮ জন, মৃত্যু ৪ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৫০৮ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৭৫ হাজার ৬৪০ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ৩০ হাজার ৭৬৮ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২১ লাখ ৯১ হাজার ৯৪৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮২ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১৬ হাজার ৯৮০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩৯ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ১৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন সুস্থ হয়েছেন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৪৬৮ জন। মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৪৭৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৪ হাজার ৬৬১ জন এবং মৃত্যু ৩৮ জনের। সুস্থ হয়েছেন ৯৫ লাখ ২৮ হাজার ৩১৪ জন।

আক্রান্তে পঞ্চম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ০ লাখ ৪৬ হাজার ৪৫৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯ হাজার ৫৫৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৯০ হাজার ৬০৪ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ১২১ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৮৭ লাখ ৬৯ হাজার ৯১৬ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৯০ লাখ ৫৮ হাজার ৯৭৫ জন। মোট মৃত্যু ৭৯ হাজার ৩২২ জনের এবং সুস্থ হয়েছেন ৮৬ লাখ ৩৭ হাজার ৯৮৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ হাজার ৭৯৬ জন এবং মৃত্যু ১৭১ জনের।

ফ্রান্সে মোট আক্রান্ত ৮২ লাখ ৭০ হাজার ৭২৮ জন। মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৪৩১ জন এবং সুস্থ হয়েছেন ৭৩ লাখ ৩০ হাজার ২৬০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৩৬ জন এবং মৃত্যু ০ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৬৫ লাখ ৫৯ হাজার ৭১৬ জন। মোট মৃত্যু ১ লাখ ৬ হাজার ৫৯১ জনের এবং সুস্থ হয়েছেন ৫৪ লাখ ৩৫ হাজার ৭০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮ হাজার ৮০৪ জন, মৃত্যু ২৬০ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬১ লাখ ৫৭ হাজার ৫১৯ জন। মোট মৃত্যু ১ লাখ ৩০ হাজার ৭৬৪ জনের এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৭৫ হাজার ৪০৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৭০৬ জন এবং মৃত্যু ৪২ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫৩ লাখ ৬১ হাজার ৯৬৭ জন। মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন এবং সুস্থ হয়েছেন ৫২ লাখ ১৮ হাজার ৩৪৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৫১২ জন এবং মৃত্যু ২১ জনের।

স্পেনে আক্রান্ত ৫৩ লাখ ৩৯ হাজার ৯৯২ জন। মোট মৃত্যু ৮৮ হাজার ৪৮৪ জনের আর সেরে উঠেছে ৪৯ লাখ ৫৪ হাজার ৩১৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৬০০ জন, মৃত্যু ৩৫ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ৩৮ হাজার ২২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৭১২ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩৪ হাজার ৯২৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৯০ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪৮ লাখ ১২ হাজার ৫৩৫ জন।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫০ লাখ ৯৫ হাজার ৮২১ জন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ১৬৩ জন এবং সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৩৫ হাজার ৮৭৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ২৮৭ জন। মৃত্যু ৫৬ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ৫৯ হাজার ২৪৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০৬ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৩ হাজার ৯৪৮ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১২ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ১০ হাজার ৩২৭ জন।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩৯ লাখ ১৮ হাজার ২১৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ০ হাজার ৮৫৫ জন। মোট মৃত্যু ২ লাখ ৯৬ হাজার ৬৭২ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৫২ জনের। এবং সুস্থ হয়েছেন ৩২ লাখ ৭৩ হাজার ২৬০ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ৩৯ হাজার ৬২৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৮ হাজার ৫০৮ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩৩ লাখ ১৪ হাজার ২৪৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৩৭৯ জন এবং মৃত্যু ২৯ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ৩৫ লাখ ৬৩ হাজার ১৬৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৭৩ জন। মোট মৃত্যু ৯১ হাজার ২১৫ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৮৮ জনের এবং সুস্থ হয়েছেন ৩২ লাখ ৫ হাজার ৮৭৯ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩১ লাখ ৮০ হাজার ৭৮৫ জন। মোট মারা গেছেন ৯০ হাজার ১৪৮ জন।সুস্থ হয়েছেন ২৯ লাখ ১৩ হাজার ২৯৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ২৮৮ জন, মৃত্যু ১১ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ২৮ লাখ ৯৪ হাজার ২০৯ জন। মোট মৃত্যু ২০ হাজার ১৪০ জন। আর সুস্থ হয়েছেন ২২ লাখ ৬২ হাজার ৯৭১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৭৮৩ জন,মৃত্যু ২৮ জনের।

ফিলিপাইন্সে মোট আক্রান্ত ২৮ লাখ ৩৬ হাজার ৮০৩ জন। মোট মৃত্যু ৫০ হাজার ৩৪১ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৬০ জন, মৃত্যু ৬১ জনের।সুস্থ হয়েছেন ২৭ লাখ ৭৫ হাজার ৩৭৯ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩১ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৪৪ হাজার ৪১৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৮৫ জন, মৃত্যু ৩ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন