ব্রাজিল,ভারত, আর্জেন্টিনা,কলম্বিয়া,ইরান,রাসিয়ায় করোনা আক্রান্ত এখনো ভাবনার বিষয় হয়ে দাড়িয়েছে।এছাড়া বিশ্বের অন্যান্য দেশগুলিতে মোটামুটি নিয়ন্ত্রণে আছে।
আজ বুধবার (১৬ জুন ) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৭৪ লাখ ১৪ হাজার ৪৭১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ লাখ ৮০ হাজার ৫৫২ জন। নতুন করে প্রাণ গেছে ১০ হাজার ৭৫৮ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৩৮ লাখ ৩৮ হাজার ৫০৬ জন মানুষ বা আক্রান্তের ২%।
আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ১৬৮ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬ লাখ ৩২ হাজার ৭৫৮ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ১৬ লাখ ৩৪ হাজার ১৩৯ জন বা আক্রান্তের ৯৯.৩% এবং গুরুতর অসুস্থ ৮৩ হাজার ৬৮২ জন বা আক্রান্তের ০.৭%।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ১৮৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৫৮০ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ১৫ হাজার ৭১৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩৫৩ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ২ কোটি ৮৫ লাখ ৭৮ হাজার ৭০১ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে । গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬২ হাজার ২২৬ জন, মৃত্যু ১ হাজার ৪৭০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ২৬১ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৩ লাখ ৭৯ হাজার ৬০১ জনের। ভারতে সুস্থ হয়েছেন ২ কোটি ৮৩ লাখ ৮০ হাজার ৬৩৪ জন।
ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৫ লাখ ৪৩ হাজার ৮৫৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮ হাজার ৯৯২ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৯১ হাজার ১৬৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২ হাজার ৭৬০ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ১ কোটি ৫৯ লাখ ৪৪ হাজার ৬৪৬ জন সুস্থ হয়েছেন।
ফ্রান্সে মোট আক্রান্ত ৫৭ লাখ ৪৪ হাজার ৫৮৯ জন। মারা গেছেন ১ লাখ ১০ হাজার ৫৩০ জন এবং সুস্থ হয়েছেন ৫৫ লাখ ১১ হাজার ২৪২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ২৩৫ জন এবং মৃত্যু ৭৬ জনের।
তুরস্কে মোট আক্রান্ত ৫৩ লাখ ৪২ হাজার ২৮ জন। মোট মৃত্যু ৪৮ হাজার ৮৭৯ জনের এবং সুস্থ হয়েছেন ৫২ লাখ ১১ হাজার ২২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৯৫৫ জন এবং মৃত্যু ৮৪ জনের।
রাশিয়া আক্রান্তে ষষ্ঠ অবস্থানে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫২ লাখ ৩৬ হাজার ৫৯৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ১৮৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ১৮০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৭৯ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৪৮ লাখ ১৮ হাজার ২৪৪ জন।
এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৮১ হাজার ৬ জন। মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৯১৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৬৭৩ জন এবং মৃত্যু ১০ জনের। সুস্থ হয়েছেন ৪২ লাখ ৯২ হাজার ১৮২ জন।
ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৪৭ হাজার ৩২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ২৫৫ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ১০১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৩ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪০ লাখ ১৪ হাজার ৪৫ জন।
আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৪১ লাখ ৭২ হাজার ৭৪২ জন। মারা গেছেন ৮৬ হাজার ৬১৫ জন এবং সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৭১ হাজার ৯৬৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৭ হাজার ২৬০ জন এবং মৃত্যু ৫৮৬ জনের।
কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৩৮ লাখ ২ হাজার ৫২ জন। মারা গেছেন ৯৬ হাজার ৯৬৫ জন এবং সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৩৯ হাজার ৪৪২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ৪৫২ জন। মৃত্যু ৫৯৯ জনের।
স্পেনে আক্রান্ত ৩৭ লাখ ৪৫ হাজার ১৯৯ জন। মোট মৃত্যু ৮০ হাজার ৫৭৯ জনের আর সেরে উঠেছে ৩৫ লাখ ৩৩ হাজার ২০৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৪৩২ জন, মৃত্যু ৬২ জনের।
জার্মানিতে মোট আক্রান্ত ৩৭ লাখ ২৫ হাজার ৩০৩ জন। মোট মৃত্যু ৯০ হাজার ৬৩৮ জনের এবং সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৮৬ হাজার জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ১০২ জন, মৃত্যু ১১১ জনের।
ইরানে মোট আক্রান্ত ৩০ লাখ ৪৯ হাজার ৬৪৮ জন। মোট মৃত্যু ৮২ হাজার ৩৫১ জনের এবং সুস্থ হয়েছেন ২৬ লাখ ৮৩ হাজার ২১০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ২১৬ জন এবং মৃত্যু ১৩৪ জনের।
পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৭৭ হাজার ৮১৯ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৪ হাজার ৬২৬ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৪৯ হাজার ৮০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১৫ জন এবং মৃত্যু ৫২ জনের।
মেক্সিকোতে মোট আক্রান্ত ২৪ লাখ ৫৫ হাজার ৩৫১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ১৭৫ জন। মোট মৃত্যু ২ লাখ ৩০ হাজার ১৮৫ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩৭ জনের। এবং সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৫৭৬ জন।
ইউক্রেনে মোট আক্রান্ত ২২ লাখ ২৪ হাজার ৯৯২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ১৪ জন। মোট মৃত্যু ৫১ হাজার ৭৬৯ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৭ জনের এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৩৬ হাজার ১৭৬ জন।
পেরুতে মোট আক্রান্ত ২০ লাখ ৭ হাজার ৪৭৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৮৯ হাজার ২৬১ জন। আর সুস্থ হয়েছেন ১৭ লাখ ২০ হাজার ৬৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ২২৫ জন,মৃত্যু ৩৪০ জনের।
ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ১৯ লাখ ২৭ হাজার ৭০৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ১৬১ জন। মোট মৃত্যু ৫৩ হাজার ২৮০ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৬৪ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৫৭ হাজার ৬৪১ জন।
দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ১৭ লাখ ৬১ হাজার ৬৬ জন। মোট মারা গেছেন ৫৮ হাজার ৮৭ জন। সুস্থ হয়েছেন ১৬ লাখ ১৬ হাজার ৪০৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৪৩৬ জন, মৃত্যু ২০৮ জনের।
নেদারল্যান্ডে মোট আক্রান্ত ১৬ লাখ ৭৪ হাজার ৬২৮ জন। মোট মৃত্যু ১৭ হাজার ৭১৫ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৩২ জন, মৃত্যু ১ জনের।সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮০ হাজার ৪৫০ জন।
এদিকে করোনা আক্রান্তের ৩২ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৩ হাজার ২২২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৭১ হাজার ৭৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৩১৯ জন, মৃত্যু ৫০ জনের।