বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩ হাজার ৬৯৭ জন।সর্বোচ্চ মৃত্যু ইন্দোনেশিয়ায় ১ হাজার ২৪৫ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ৬০ হাজার ২৯০ জন।
আজ বুধবার (১৮ আগষ্ট) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৯৩ লাখ ৮৩ হাজার ৪১০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ লাখ ৭৭ হাজার ৪৩০ জন। নতুন করে প্রাণ গেছে ১০ হাজার ৯৯৮ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৪৩ লাখ ৯৪ হাজার ৭৮৪ জন মানুষ বা আক্রান্তের ২%।
আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৭৬ লাখ ৭১ হাজার ৬৬৪ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ লাখ ৮২ হাজার ২০৩ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৭২ লাখ ৯ হাজার ১০৬ জন বা আক্রান্তের ৯৯.৪% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ৭ হাজার ৮৫৬ জন বা আক্রান্তের ০.৬%।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৫৮২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩০৭ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৪০ হাজার ৯৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৮৭৩ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ কোটি ২ লাখ ৮৯ হাজার ৯৮৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ২০১ জন, মৃত্যু ৪৪০ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২২ লাখ ৮৫ হাজার ১০১ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৩২ হাজার ৫৫২ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৪ লাখ ৭৮ হাজার ৪০৫ জন।
ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪ লাখ ১৭ হাজার ২০৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ২১৮ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ৭০ হাজার ৭১৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ১৩৭ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ১ কোটি ৯৩ লাখ ১৩ হাজার ৫৪৬ জন সুস্থ হয়েছেন।
আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৬ লাখ ৪২ হাজার ৫৫৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ৯৫৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭২ হাজার ১১০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮০৫ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৫৯ লাখ ১৮ হাজার ৩২৪ জন।
ফ্রান্সে মোট আক্রান্ত ৬৫ লাখ ৪ হাজার ৯৭৮ জন। মারা গেছেন ১ লাখ ১২ হাজার ৮৬৪ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৪১ হাজার ২৯৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮ হাজার ১১৪ জন এবং মৃত্যু ১১১ জনের।
এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ২২ হাজার ২৪১ জন। মারা গেছেন ১ লাখ ৩১ হাজার ১৪৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ হাজার ৮৫২ জন এবং মৃত্যু ১৭০ জনের। সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৮৮ হাজার ৮৫৫ জন।
তুরস্কে মোট আক্রান্ত ৬১ লাখ ১৮ হাজার ৫০৮ জন। মোট মৃত্যু ৫৩ হাজার ৫০৭ জনের এবং সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৩৬ হাজার ২৮২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৬৯২ জন এবং মৃত্যু ১৮৩ জনের।
আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫০ লাখ ৯৬ হাজার ৪৪৩ জন। মারা গেছেন ১ লাখ ৯ হাজার ৪০৫ জন এবং সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৬৭ হাজার ৪১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ১৭২ জন এবং মৃত্যু ৩০০ জনের।
কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৪৮ লাখ ৭৪ হাজার ১৬৯ জন। মারা গেছেন ১ লাখ ২৩ হাজার ৬৮৮ জন এবং সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৯৮ হাজার ৭৭০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ২৪৭ জন। মৃত্যু ১০৮ জনের।
স্পেনে আক্রান্ত ৪৭ লাখ ৩৩ হাজার ৬০২ জন। মোট মৃত্যু ৮২ হাজার ৭৩৯ জনের আর সেরে উঠেছে ৪০ লাখ ১৭ হাজার ৬২৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪৪ হাজার ৩৩৬ জন, মৃত্যু ৪১ জনের।
ইরানে মোট আক্রান্ত ৪৫ লাখ ১৭ হাজার ২৪৩ জন। মোট মৃত্যু ৯৯ হাজার ১০৮ জনের এবং সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৮৬ হাজার ৪৮৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫০ হাজার ২২৮ জন এবং মৃত্যু ৬২৫ জনের।
ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৪৯ হাজার ৬০৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ২৭৩ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৫১০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫৪ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪১ লাখ ৯১ হাজার ৯৮০ জন।
ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৩৮ লাখ ৯২ হাজার ৪৭৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ৭৪১ জন। মোট মৃত্যু ১ লাখ ২০ হাজার ১৩ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ১৮০ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪ লাখ ১৪ হাজার ১০৯ জন।
জার্মানিতে মোট আক্রান্ত ৩৮ লাখ ৩৭ হাজার ১৮৮ জন। মোট মৃত্যু ৯২ হাজার ৪০৩ জনের এবং সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৮৪ হাজার ৭০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৩৮২ জন, মৃত্যু ১৯ জনের।
মেক্সিকোতে মোট আক্রান্ত ৩১ লাখ ৮ হাজার ৪৩৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ১৭২ জন। মোট মৃত্যু ২ লাখ ৪৮ হাজার ৬৫২ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২৭২ জনের। এবং সুস্থ হয়েছেন ২৪ লাখ ৫৪ হাজার ১১৪ জন।
পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৮৫ হাজার ৬৭৬ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৩০৬ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৫৫ হাজার ৫৪৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২১ জন এবং মৃত্যু ৭ জনের।
দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৬ লাখ ২৪ হাজার ২৫৪ জন। মোট মারা গেছেন ৭৭ হাজার ৯৯৩ জন। সুস্থ হয়েছেন ২৩ লাখ ৯৩ হাজার ১৩৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৬৮৫ জন, মৃত্যু ৫৫৩ জনের।
ইউক্রেনে মোট আক্রান্ত ২২ লাখ ৬৭ হাজার ২১৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৯০ জন। মোট মৃত্যু ৫৩ হাজার ২৯৬ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৭ জনের এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৯৭ হাজার ৫০৮ জন।
পেরুতে মোট আক্রান্ত ২১ লাখ ৩৪ হাজার ৩৬৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৯৭ হাজার ৪৮৭ জন। আর সুস্থ হয়েছেন ১৭ লাখ ২০ হাজার ৬৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৫৩ জন,মৃত্যু ৯৪ জনের।
নেদারল্যান্ডে মোট আক্রান্ত ১৯ লাখ ৬ হাজার ৪৩৪ জন। মোট মৃত্যু ১৭ হাজার ৯২০ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৩০৬ জন, মৃত্যু ৫ জনের।সুস্থ হয়েছেন ১৭ লাখ ৮০ হাজার ৬৫৫ জন।
এদিকে করোনা আক্রান্তের ২৭ নম্বরে উঠে আসা বাংলাদেশে এখন পর্যন্ত ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৪ হাজার ৫৪৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৫৩৫ জন, মৃত্যু ১৯৮ জনের।