English

16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ২২ হাজার ৭২৯ জন,প্রাণ গেছে ১১ হাজার ৯১৩ জনের

- Advertisements -

আজ শনিবার (১২ জুন ) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৬০ লাখ ৪৪ হাজার ৫১৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ২২ হাজার ৭২৯ জন। নতুন করে প্রাণ গেছে ১১ হাজার ৯১৩ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৩৮ লাখ ৬২৫ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ কোটি ৯৬ লাখ ১৯ হাজার ৩৯ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ৮৬ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ২৫ লাখ ৪০ হাজার ৬৬২ জন বা আক্রান্তের ৯৯.৩% এবং গুরুতর অসুস্থ ৮৪ হাজার ১৯৩ জন বা আক্রান্তের ০.৭%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩ কোটি ৪৩ লাখ ৬ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ১৪৫ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ১৪ হাজার ৭৩৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৪২১ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ২ কোটি ৮৩ লাখ ৪৬ হাজার ৩২৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে । গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৬৯৫ জন, মৃত্যু ৪ হাজার জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৩৩ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৩ লাখ ৬৭ হাজার ৯৭ জনের। ভারতে সুস্থ হয়েছেন ২ কোটি ৭৯ লাখ ১ হাজার ৬৮৮ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৩ লাখ ১ হাজার ২২০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৬১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৮৪ হাজার ৩৫০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২ হাজার ২১৫ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৫৯৩ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৫৭ লাখ ৩৩ হাজার ৮৩৮ জন। মারা গেছেন ১ লাখ ১০ হাজার ৩৪৪ জন এবং সুস্থ হয়েছেন ৫৪ লাখ ৮৩ হাজার ৬৮৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৮৭১ জন এবং মৃত্যু ৭১ জনের।

তুরস্কে মোট আক্রান্ত ৫৩ লাখ ১৯ হাজার ৩৫৯ জন। মোট মৃত্যু ৪৮ হাজার ৫৯৩ জনের এবং সুস্থ হয়েছেন ৫১ লাখ ৯২ হাজার ৯৪৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ২৬১ জন এবং মৃত্যু ৬৯ জনের।

রাশিয়া আক্রান্তে ষষ্ঠ অবস্থানে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ৮০ হাজার ৪৫৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৫০৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ৬৭৪ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৯৬ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৮২ হাজার ১৮৩ জন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৫০ হাজার ৯৪৪ জন। মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৮৮৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ১২৫ জন এবং মৃত্যু ১৭ জনের। সুস্থ হয়েছেন ৪২ লাখ ৮৪ হাজার ৭৩৩ জন।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৪১ হাজার ৭৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৯০১ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৯২৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৯ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৪৯ হাজার ৫৯৭ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৪০ লাখ ৯৩ হাজার ৯০ জন। মারা গেছেন ৮৪ হাজার ৬২৪ জন এবং সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৬৮ হাজার ৬৭২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ হাজার ৯৩৪ জন এবং মৃত্যু ৬৮৭ জনের।

স্পেনে আক্রান্ত ৩৭ লাখ ৩৩ হাজার ৬০০ জন। মোট মৃত্যু ৮০ হাজার ৫০১ জনের আর সেরে উঠেছে ৩৫ লাখ ৯ হাজার ৭৩০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ১৪২ জন, মৃত্যু ৩৬ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৩৭ লাখ ২০ হাজার ৮১১ জন। মোট মৃত্যু ৯০ হাজার ৩৯৮ জনের এবং সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৬৯ হাজার জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ১৯৪ জন, মৃত্যু ১১৫ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৩৬ লাখ ৯৪ হাজার ৭০৭ জন। মারা গেছেন ৯৪ হাজার ৬১৫ জন এবং সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৩৫ হাজার ১০৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯ হাজার ৫৭০ জন। মৃত্যু ৫৬৯ জনের।

ইরানে মোট আক্রান্ত ৩০ লাখ ১৩ হাজার ৭৮ জন। মোট মৃত্যু ৮১ হাজার ৭৯৬ জনের এবং সুস্থ হয়েছেন ২৬ লাখ ২৪ হাজার ৮০২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৯৬৬ জন এবং মৃত্যু ১২৪ জনের।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৭৭ হাজার ৭ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৪ হাজার ৫১৫ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৪৭ হাজার ৬৮৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৪১ জন এবং মৃত্যু ৬৮ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ২৪ লাখ ৪৫ হাজার ৫৩৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৬৭২ জন। মোট মৃত্যু ২ লাখ ২৯ হাজার ৫৭৮ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২২৫ জনের। এবং সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৮ হাজার ২৬৮ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ২২ লাখ ২১ হাজার ৪২৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৬০৩ জন। মোট মৃত্যু ৫১ হাজার ৫৭৭ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭০ জনের এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ২০ হাজার ৭৮০ জন।

পেরুতে মোট আক্রান্ত ১৯ লাখ ৯৮ হাজার ৫৬ জন। মোট মৃত্যু ১ লাখ ৮৮ হাজার ১০০ জন। আর সুস্থ হয়েছেন ১৭ লাখ ২০ হাজার ৬৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৭৯৯ জন,মৃত্যু ২৫৩ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ১৮ লাখ ৯৪ হাজার ২৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৮৩ জন। মোট মৃত্যু ৫২ হাজার ৫৬৬ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৯৩ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩৫ হাজার ১৪৪ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ১৭ লাখ ৩০ হাজার ১০৬ জন। মোট মারা গেছেন ৫৭ হাজার ৫৯২ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৮ হাজার ২৯৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ২০ জন, মৃত্যু ১৮২ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ১৬ লাখ ৭০ হাজার ৪৯৮ জন। মোট মৃত্যু ১৭ হাজার ৭০৮ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৩৭৭ জন, মৃত্যু ৩ জনের।সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬০ হাজার ৪৯ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩২ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৮ লাখ ২২ হাজার ৮৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৬১ হাজার ৯১৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৪৫৪ জন, মৃত্যু ৪৩ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন