বিশ্বে প্রতিদিনই বাড়ছে করোনা থেকে সুস্থতার সংখ্যা। আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ২২ লাখ ৬১ হাজার ৩২৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ লাখ ৩ হাজার ৮৩৩ জন। নতুন করে প্রাণ গেছে ৭ হাজার ৫২৫ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২৪ লাখ ৮৫ হাজার ৩৬৪ জন মানুষ বা ৩%।
আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার ৬০০ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ১৬৮ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ১৮ লাখ ৯৬ হাজার ১১৫ জন বা ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৯৩ হাজার ২৪৮ জন বা ০.৪%।
এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে ২ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৩০৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৯ হাজার ২৫৭ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ১২ হাজার ৫৯০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৭৪ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৯১ লাখ ১৪ হাজার ১৪০ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৭৯২ জন। মৃত্যু হয়েছে, ৮০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ১৫ হাজার ৮৬৩ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫৬ হাজার ৪৯৮ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ৭ লাখ ১০ হাজার ৪৮৩ জন।
ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ১ লাখ ৯৭ হাজার ৫৩১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৩৫৭ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৪৭ হাজার ২৭৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৭১৬ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৯১ লাখ ৩৯ হাজার ২১৫ জন সুস্থ হয়েছেন।
রাশিয়া আক্রান্তে চতুর্থ অবস্থানে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৭৭ হাজার ৩৩০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৬০৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৮৩ হাজার ৬৩০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৩৭ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৩৭ লাখ ২৬ হাজার ৩৮৮ জন।
এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ২৬ হাজার ১৫০ জন। মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৭৫৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৬৪১ জন এবং মৃত্যু ১৭৮ জনের।সুস্থ হয়েছেন ২৫ লাখ ৪৮ হাজার ৬২১ জন।
ফ্রান্সে মোট আক্রান্ত ৩৬ লাখ ৯ হাজার ৮২৭ জন। মারা গেছেন ৮৪ হাজার ৬১৩ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৫০ হাজার ৫৩২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৬৪৬ জন।মৃত্যু ৩৩৩ জনের।
স্পেনে আক্রান্ত ৩১ লাখ ৫৩ হাজার ৯৭১ জন।মোট মৃত্যু ৬৭ হাজার ৬৩৬ জন আর সেরে উঠেছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ২৩১ জন।মৃত্যু ১৭৯ জনের।
ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ১৮ হাজার ৮৬৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৬৩০ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৫ হাজার ৯৯২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৭৪ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২৩ লাখ ৩৪ হাজার ৯৬৮ জন।
তুরস্কে মোট আক্রান্ত ২৬ লাখ ৪৬ হাজার ৫২৬ জন। মোট মৃত্যু ২৮ হাজার ১৩৮ জনের এবং সুস্থ হয়েছেন ২৫ লাখ ২৯ হাজার ৪৫০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ১০৪ জন এবং মৃত্যু ৭৮ জনের।
জার্মানিতে মোট আক্রান্ত ২৩ লাখ ৯৯ হাজার ৫০০ জন। মোট মৃত্যু ৬৮ হাজার ৭৭২ জনের এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৯৮ হাজার জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৯১৬ জন, মৃত্যু ৩২৯ জনের।
কলোম্বিয়া মোট আক্রান্ত ২২ লাখ ২৯ হাজার ৬৬৩ জন। মারা গেছেন ৫৮ হাজার ৯৭৪ জন এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ২৪ হাজার ৬৯৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৪০১ জন। মৃত্যু ১৪০ জনের।
আর্জেন্টিনায় মোট আক্রান্ত ২০ লাখ ৬৯ হাজার ৭৫১ জন। মারা গেছেন ৫১ হাজার ৩৫৯ জন এবং সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭২ হাজার ২১৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৪১৭ জন এবং মৃত্যু ১৬১ জনের।
মেক্সিকোতে মোট আক্রান্ত ২০ লাখ ৪১ হাজার ৩৮০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ১০৪ জন। মোট মৃত্যু ১ লাখ ৮০ হাজার ১০৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩১০ জনের। এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৫ হাজার ৩২০ জন।
পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪২ হাজার ৬৫৮ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২ হাজার ১৮৮ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৪ হাজার ৩৭৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৮৯০ জন এবং মৃত্যু ১৭ জনের।
ইরানে মোট আক্রান্ত ১৫ লাখ ৮২ হাজার ২৭৫ জন। মোট মৃত্যু ৫৯ হাজার ৫৭২ জনের এবং সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫১ হাজার ৩৯০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ২৬৩ জন এবং মৃত্যু ৮৯ জনের।
সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১৫ লাখ ৪ হাজার ৫৮৮ জন।মোট মারা গেছেন ৪৯ হাজার ১৫০ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৯২ জন,মৃত্যু ৯৭ জনের। সুস্থ হয়েছেন ১৪ লাখ ১৩ হাজার ৫৬৬ জন।
ইউক্রেনে মোট আক্রান্ত ১৩ লাখ ৭ হাজার ৬৬২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ২০৬ জন। মোট মৃত্যু ২৫ হাজার ১৫৬ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫৩ জনের এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ৪৭ হাজার ৪২৬ জন।
ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ১২ লাখ ৮৮ হাজার ৮৩৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ১৮০ জন। মোট মৃত্যু ৩৪ হাজার ৬৯১ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৬ হাজার ৯৯৪ জন।
পেরুতে মোট আক্রান্ত ১২ লাখ ৮৬ হাজার ৭৫৭ জন। মোট মৃত্যু ৪৫ হাজার ২৬৩ জন।আর সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৯৯৫ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৪৮৪ জন,মৃত্যু ১৬৬ জনের।
চেসনিয়ায় মোট আক্রান্ত ১১ লাখ ৫৭ হাজার ১৮০ জন। মোট মৃত্যু ১৯ হাজার ৩৩০ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ২ জন, মৃত্যু ৫৭ জনের।সুস্থ হয়েছেন ১০ লাখ ১৭ হাজার ৪০৬ জন।
এদিকে ৩৩ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৪৩ হাজার ৭১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৫৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৯২ হাজার ৫৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৬৬ জন , মৃত্যু ৭ জনের।