English

19 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ লাখ ৮৬ হাজার ২৬৩ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত দক্ষিণ কোরিয়ায় ৩ লাখ ৮১ হাজার ৩২৯ জন।সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায় ৪৯৫ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪৭ হাজার ৫৮৬ জন।

আজ রোববার (২০ মার্চ) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ৯২ হাজার ৯২৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ লাখ ৮৬ হাজার ২৬৩ জন। নতুন করে প্রাণ গেছে ৪ হাজার ৩৬০ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬০ লাখ ৯৮ হাজার ১৫৬ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪০ কোটি ৪ লাখ ৮৫ হাজার ১৮৬ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১ লাখ ৮২ হাজার ৫৫৩ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৬ কোটি ৩৪ লাখ ৪৭ হাজার ৩৩১ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৬২ হাজার ২৫১ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৮ কোটি ১৪ লাখ ৪ হাজার ১৩৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৩৬২ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৯ লাখ ৯৭ হাজার ৮৪৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩২৭ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৫ কোটি ৭১ লাখ ২৩ হাজার ৬৩ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৮৪ জন, মৃত্যু ১২৯ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ৭ হাজার ৫৬৪ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ১৬ হাজার ৫১০ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৪ লাখ ৬১ হাজার ৯২৬ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৬ লাখ ১৭ হাজার ২৬৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪০ হাজার ৮৬৯ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৫৭ হাজার ১৫৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২৯০ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৮১ লাখ ৮৩ হাজার ৮৬৪ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ৮৭৭ জন। মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ৯০৩ জন এবং সুস্থ হয়েছেন ২ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ৪৯১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৮ হাজার ১০৪ জন এবং মৃত্যু ৬২ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৩ হাজার ৭৬২ জন। মারা গেছেন ১ লাখ ৬৩ হাজার ৫১১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯০ হাজার ৩৪৯ জন এবং মৃত্যু ১২৫ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৮৫ লাখ ৪১ হাজার ৪৪৭ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ১ কোটি ৮৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন। মোট মৃত্যু ১ লাখ ২৭ হাজার ৪০৮ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৪৪ লাখ ৪৮ হাজার ২০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার ১৮৭ জন, মৃত্যু ১১৯ জনের।

আক্রান্তে ৭ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৫ লাখ ৫১ হাজার ৬৫৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩২ হাজার ৯৫৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৬৪ হাজার ৫৮ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৯৫ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৬১ লাখ ৩৫ হাজার ২৬৭ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৪৬ লাখ ৮০ হাজার ৫৩৬ জন। মোট মৃত্যু ৯৭ হাজার ১৮২ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৪৩ লাখ ৯ হাজার ৯৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ৩২৮ জন এবং মৃত্যু ১০৫ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৮ লাখ ১৭৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৪ হাজার ২৪ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৫৭ হাজার ৬৯২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮৫ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৯৬৮ জন।

স্পেনে আক্রান্ত ১ কোটি ১৩ লাখ ২৪ হাজার ৬৩৭ জন। মোট মৃত্যু ১ লাখ ১ হাজার ৭০৩ জনের আর সেরে উঠেছে ১ কোটি ৫ লাখ ৭১ হাজার ২০৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৫৩৩ জন, মৃত্যু ৯৫ জনের।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ৯০ লাখ ৩৮ হাজার ৯৩৮ জন। মোট মারা গেছেন ১২ হাজার ১০১ জন।সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ৫২৪ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ লাখ ৮১ হাজার ৩২৯ জন, মৃত্যু ৩১৯ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯০ লাখ ৬ হাজার ৫২৬ জন। মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৪৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ লাখ ৭ হাজার ৯৭৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৬৯৭ জন এবং মৃত্যু ৪৪ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ৭৭ লাখ ৯১ হাজার ৮৪১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৫০ হাজার ৬১৮ জন। মোট মৃত্যু ৪১ হাজার ৮১৭ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৭ জনের এবং সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৯১ হাজার ৩৯৩ জন।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৭৪ লাখ ৭৬ হাজার ৫৭৪ জন। মোট মৃত্যু ২১ হাজার ৭৮৫ জন। আর সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৪১ হাজার ৪৬৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪১ হাজার ৪৫৬ জন,মৃত্যু ১১ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭১ লাখ ৩৯ হাজার ২১৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৯ হাজার ৫৫০ জনের এবং সুস্থ হয়েছেন ৬৮ লাখ ১৭ হাজার ১৭২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৩২৩ জন এবং মৃত্যু ৭২ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৮০ হাজার ৫৮৯ জন। মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৪৩৪ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ১২ হাজার ৯৯৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৯৩ জন। মৃত্যু ১৯ জনের।

জাপানে মোট আক্রান্ত ৬০ লাখ ১৬ হাজার ২০৬ জন। মোট মৃত্যু ২৬ হাজার ৯১৯ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৯ হাজার ২০২ জন, মৃত্যু ১৫৫ জনের।সুস্থ হয়েছেন ৫৪ লাখ ৬০ হাজার ২৪৯ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৫৯ লাখ ৫৬ হাজার ৫৬১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৯৫১ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৩ হাজার ৫৯৯ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৮৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৫ লাখ ৭৩ হাজার ২২৮ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ৮৫ হাজার ৪৪৬ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ২০৬ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫২ লাখ ২৭ হাজার ৯০৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৩৭৯ জন এবং মৃত্যু ১১৯ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৫৬ লাখ ২৯ হাজার ৮১৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৮৬০ জন। মোট মৃত্যু ৩ লাখ ২১ হাজার ৯৩১ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১২৫ জনের। এবং সুস্থ হয়েছেন ৪৯ লাখ ২২ হাজার ৭৮১ জন।

এদিকে করোনা আক্রান্তের ৪২ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৫০ হাজার ৫২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৬৯ হাজার ৬৩৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬২ জন, মৃত্যু ০ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন