English

20 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪২ লাখ ৪৯ হাজার ৩২২ জন মানুষ বা আক্রান্তের ২%

- Advertisements -

বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ৫৬ হাজার ৩৬৯ জন।সর্বোচ্চ মৃত্যু ইন্দোনেশিয়ায় ১ হাজার ৫৬৮ জনের।সর্বোচ্চ সুস্থও ব্রাজিলে ৪১ হাজার ২১০ জন।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী আজ মঙ্গলবার (৩ আগষ্ট ) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৭৯৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ লাখ ৮৮ হাজার ৯৫৬ জন। নতুন করে প্রাণ গেছে ৮ হাজার ৯৪৮ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৪২ লাখ ৪৯ হাজার ৩২২ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ১ লাখ ১ হাজার ৭২২ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৯ হাজার ৮৩৯ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৫১ লাখ ৬৯ হাজার ১৬৫ জন বা আক্রান্তের ৯৯.৪% এবং গুরুতর অসুস্থ ৯১ হাজার ৫৮৫ জন বা আক্রান্তের ০.৬%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার ৯৮০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৬ হাজার ৩৬৯ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ২৯ হাজার ৮৬২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২১৩ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ২ কোটি ৯৭ লাখ ১৭ হাজার ৫৩৭ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৩১ জন, মৃত্যু ৪২০ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৭ লাখ ২৫ হাজার ৩৯৯ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ২৫ হাজার ২২৮ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৮ লাখ ৮৮ হাজার ৭০২ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৫০১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ১৪৩ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ৫৭ হাজার ৩৫৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৪৭৩ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ১ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার ২০৩ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ১২ হাজার ১৮৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩ হাজার ৫০৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ১৩৭ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৮৫ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৪০ হাজার ৭৮৩ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৬১ লাখ ৫১ হাজার ৮০৩ জন। মারা গেছেন ১ লাখ ১১ হাজার ৯৩৬ জন এবং সুস্থ হয়েছেন ৫৭ লাখ ৮ হাজার ৯৬৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ১৮৪ জন এবং মৃত্যু ৫১ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৯ লাখ ২ হাজার ৩৫৪ জন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৭৪৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৯৫২ জন এবং মৃত্যু ২৪ জনের। সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৩৬ হাজার ১৫২ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৫৭ লাখ ৭০ হাজার ৮৩৩ জন। মোট মৃত্যু ৫১ হাজার ৫১৯ জনের এবং সুস্থ হয়েছেন ৫৪ লাখ ৬৫ হাজার ৮৪৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ৮৯৮ জন এবং মৃত্যু ৯১ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৪৯ লাখ ৪৭ হাজার ৩০ জন। মারা গেছেন ১ লাখ ৬ হাজার ৪৫ জন এবং সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৯৪ হাজার ৮৭৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ১৮৩ জন এবং মৃত্যু ২৭৩ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৪৮ লাখ ১ হাজার ৫০ জন। মারা গেছেন ১ লাখ ২১ হাজার ২১৬ জন এবং সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৯৮ হাজার ১৭৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৬৩৬ জন। মৃত্যু ২১৮ জনের।

স্পেনে আক্রান্ত ৪৫ লাখ ২ হাজার ৯৮৩ জন। মোট মৃত্যু ৮১ হাজার ৬৪৩ জনের আর সেরে উঠেছে ৩৭ লাখ ৩৯ হাজার ৬৬২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ হাজার ৬৪৭ জন, মৃত্যু ৫৩ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৫৮ হাজার ৫৩৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ১৯০ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৮৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২০ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪১ লাখ ৩৭ হাজার ৪২৮ জন।

ইরানে মোট আক্রান্ত ৩৯ লাখ ৪০ হাজার ৭০৮ জন। মোট মৃত্যু ৯১ হাজার ৪০৭ জনের এবং সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৪ হাজার ৫৩৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৭ হাজার ১৮৯ জন এবং মৃত্যু ৪১১ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৩৭ লাখ ৭৯ হাজার ৭৭৮ জন। মোট মৃত্যু ৯২ হাজার ১৮৩ জনের এবং সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৫৬ হাজার ৩০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫০২ জন, মৃত্যু ১১ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৩৪ লাখ ৬২ হাজার ৮০০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ৪০৪ জন। মোট মৃত্যু ৯৭ হাজার ২৯১ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ৫৬৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৮ লাখ ৪২ হাজার ৩৪৫ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৮৩ হাজার ১২০ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ হাজার ২৬১ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৫৩ হাজার ৯০০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯১ জন এবং মৃত্যু ০ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ২৮ লাখ ৫৪ হাজার ৯৯২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৭৪০ জন। মোট মৃত্যু ২ লাখ ৪১ হাজার ৩৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১২৮ জনের। এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ১৫ হাজার ৮৮৪ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৪ লাখ ৬১ হাজার ৭৫৮ জন। মোট মারা গেছেন ৭২ হাজার ৪৩৭ জন। সুস্থ হয়েছেন ২২ লাখ ৩৮ হাজার ৩৮৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৫৭৪ জন, মৃত্যু ২৪৬ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ২২ লাখ ৫৩ হাজার ৫৩৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬৫ জন। মোট মৃত্যু ৫২ হাজার ৯৫৫ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪ জনের এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৮৭ হাজার ১৭০ জন।

পেরুতে মোট আক্রান্ত ২১ লাখ ১৪ হাজার ৪৪৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৯৬ হাজার ৫১৮ জন। আর সুস্থ হয়েছেন ১৭ লাখ ২০ হাজার ৬৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ২৪৪ জন,মৃত্যু ৮০ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ১৮ লাখ ৬৯ হাজার ৯০৯ জন। মোট মৃত্যু ১৭ হাজার ৮২৯ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৯৪ জন, মৃত্যু ০ জনের।সুস্থ হয়েছেন ১৬ লাখ ৭০ হাজার ৬২ জন।

এদিকে করোনা আক্রান্তের ২৬ নম্বরে উঠে আসা বাংলাদেশে এখন পর্যন্ত ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ১৬২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ৮ হাজার ৭৪৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৯৮৯ জন, মৃত্যু ২৪৬ জনের।
গতবছর ৩ আগষ্ট সকাল ১০টা পর্যন্ত দেশে ২ লাখ ৪২ হাজার ১০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ৩ হাজার ১৮৪ জনের।২৪ ঘন্টায় শনাক্ত হয়েছিল ১৯১৮ জন, মৃত্যু হয়েছিল ৩০ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন