English

23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২২ লাখ ২৭ হাজার ৪৫৬ জন মানুষ বা ৩%

- Advertisements -

আজ রোববার (৩১ জানুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৩১ লাখ ৩৫ হাজার ৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৯৯ হাজার ৮৩৫ জন। নতুন করে প্রাণ গেছে ১১ হাজার ৩৮ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২২ লাখ ২৭ হাজার ৪৫৬ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৪৭ লাখ ৫৮ হাজার ৪৪৯ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ১৭৪ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৬০ লাখ ৩৮ হাজার ৭৪১ জন বা ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ৮ হাজার ৩৬১ জন বা ০.৪%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ২ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৭৪০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪০ হাজার ৭৩২ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৫০ হাজার ৩৮১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৮৯ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৬৩ লাখ ২৮ হাজার ৯৫০ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৬৫ জন। মৃত্যু হয়েছে, ১২৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭ লাখ ৪৭ হাজার ৯১ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫৪ হাজার ৩১২ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ৪ লাখ ২২ হাজার ১০৯ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯১ লাখ ৭৬ হাজার ৯৭৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৭ হাজার ৪৯৮ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ২৩ হাজার ৯৭১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ১৯৬ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৭৯ লাখ ৯৮ হাজার ২৪৬ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৩২ হাজার ৮০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৩২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭২ হাজার ৬৯৭ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫১২ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৩২ লাখ ৭৯ হাজার ৯৬৪ জন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ৯৬ হাজার ৮৮ জন। মারা গেছেন ১ লাখ ৫ হাজার ৫৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩ হাজার ২৭৫ জন এবং মৃত্যু ১ হাজার ২০০ জনের।সুস্থ হয়েছেন ১৬ লাখ ৭৩ হাজার ৯৩৬ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩১ লাখ ৭৭ হাজার ৮৭৯ জন। মারা গেছেন ৭৫ হাজার ৮৬২ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ২৪ হাজার ১২০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ৩৯২ জন।মৃত্যু ২৪২ জনের।

স্পেনে আক্রান্ত ২৮ লাখ ৩০ হাজার ৪৭৮ জন।মোট মৃত্যু ৫৮ হাজার ৩১৯ জন আর সেরে উঠেছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৪১ হাজার ৭৮৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৭১৫ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৮ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪২১ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯০ হাজার ১৫২ জন।

তুরস্কে মোট আক্রান্ত ২৪ লাখ ৭০ হাজার ৯০১ জন। মোট মৃত্যু ২৫ হাজার ৮৬৫ জনের এবং সুস্থ হয়েছেন ২৩ লাখ ৫৫ হাজার ৪০৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৮৭১ জন এবং মৃত্যু ১২৯ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২২ লাখ ১৭ হাজার ২৩৪ জন। মোট মৃত্যু ৫৭ হাজার ৫১২ জনের এবং সুস্থ হয়েছেন ১৯ লাখ ১১ হাজার ৮০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৮৪১ জন, মৃত্যু ৪৬০ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ২০ লাখ ৮৬ হাজার ৮০৬ জন। মারা গেছেন ৫৩ হাজার ৬৫০ জন এবং সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৪ হাজার ৪০১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ১৭৩ জন। মৃত্যু ৩৬৬ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ১৯ লাখ ২২ হাজার ২৬৪ জন। মারা গেছেন ৪৭ হাজার ৯৩১ জন এবং সুস্থ হয়েছেন ১৭ লাখ ১২ হাজার ৮৬৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৯০২ জন এবং মৃত্যু ১৫৬ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ১৮ লাখ ৪১ হাজার ৮৯৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৩৭৪ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৬ হাজার ৫৭৯ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৪৩৪ জনের। এবং সুস্থ হয়েছেন ১৩ লাখ ৯০ হাজার ৯০৬ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৮ হাজার ৬৭৪ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৮২ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১২ লাখ ৬৪ হাজার ৫৭৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৮৬৪ জন এবং মৃত্যু ৩০৩ জনের।

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১৪ লাখ ৪৯ হাজার ২৩৬ জন।মোট মারা গেছেন ৪৩ হাজার ৯৫১ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ২৯৭ জন,মৃত্যু ৩১৮ জনের। সুস্থ হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৯২১ জন।

ইরানে মোট আক্রান্ত ১৪ লাখ ১১ হাজার ৭৩১ জন। মোট মৃত্যু ৫৭ হাজার ৮৮৯ জনের এবং সুস্থ হয়েছেন ১২ লাখ ২ হাজার ৮৯৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৩১৭ জন এবং মৃত্যু ৮২ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ১২ লাখ ১৬ হাজার ২৭৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৬৮৫ জন। মোট মৃত্যু ২২ হাজার ৬২৮ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৪৯ জনের এবং সুস্থ হয়েছেন ১০ লাখ ১৪ হাজার ৬৫৮ জন।

পেরুতে মোট আক্রান্ত ১১ লাখ ৩৩ হাজার ২২ জন। মোট মৃত্যু ৪০ হাজার ৮৫৭ জন।আর সুস্থ হয়েছেন ১০ লাখ ৪৫ হাজার ৮৫৪ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ১৪৭ জন,মৃত্যু ১৭১ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ১০ লাখ ৬৬ হাজার ৩১৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৫১৮ জন। মোট মৃত্যু ২৯ হাজার ৭২৮ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৬২ হাজার ৫০২ জন।

চেসনিয়ায় মোট আক্রান্ত ৯ লাখ ৮০ হাজার ৭১৪ জন। মোট মৃত্যু ১৬ হাজার ২১১ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ১০ জন, মৃত্যু ৭৪ জনের।সুস্থ হয়েছেন ৮ লাখ ৬০ হাজার ৪০৪ জন।

এদিকে ৩১ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ১১১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৬৩ জন , মৃত্যু ১৭ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন