আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৩১ লাখ ৯০ হাজার ৪২৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ লাখ ৪৩ হাজার ৯৭৯ জন। নতুন করে প্রাণ গেছে ৮ হাজার ৯৯২ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ১৬ লাখ ২৭ হাজার ৯০০ জন মানুষ।
আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ১৩ লাখ ২৪ হাজার ৪৮৯ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৯ হাজার ৬৬৯ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ১ লাখ ৩১ হাজার ৫২১ জন বা ৯৯.৫% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ৬ হাজার ৫১৭ জন বা ০.৫%।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ১ কোটি ৬৯ লাখ ৪২ হাজার ৮২২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৬৪৭ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৮ হাজার ৮৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৬১৯ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৯৮ লাখ ৭১ হাজার ৬৬৩ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৭৯১ জন। মৃত্যু হয়েছে ৩৫৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৯৯ লাখ ৬ হাজার ৫০৭ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৪৩ হাজার ৭৪৬ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৯৪ লাখ ২১ হাজার ৮৩২ জন।
ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ২৯ হাজার ৪০৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৪১৯ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৮১ হাজার ৯৪৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৫২৬ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৬০ লাখ ১৬ হাজার ৮৫ জন সুস্থ হয়েছেন।
আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৮১ হাজার ২৫৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৭ হাজার ৩২৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪৭ হাজার ৩৯১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৫০ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ২১ লাখ ২৪ হাজার ৭৯৭ জন।
ফ্রান্সে মোট আক্রান্ত ২৩ লাখ ৭৯ হাজার ৯১৫ জন। মারা গেছেন ৫৮ হাজার ২৮২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৭৪৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৬৩ জন।মৃত্যু ৩৭১ জনের।
এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৬৯ হাজার ৬৬৬ জন। মারা গেছেন ৬৪ হাজার ৪০২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ২৬৩ জন এবং মৃত্যু ২৩২ জনের।
তুরস্কে মোট আক্রান্ত ১৮ লাখ ৬৬ হাজার ৩৪৫ জন। মোট মৃত্যু ১৬ হাজার ৬৪৬ জনের এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩১ হাজার ৯৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯ হাজার ৬১৭ জন এবং মৃত্যু ২২৯ জনের।
ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৫৫ হাজার ৭৩৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৩০ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৫ হাজার ১১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৯১ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১১ লাখ ১৫ হাজার ৬১৭ জন।
স্পেনে আক্রান্ত ১৭ লাখ ৬২ হাজার ৩৬ জন।মোট মৃত্যু ৪৮ হাজার ১৩ জন, আর সেরে উঠেছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৯৬৭ জন এবং মৃত্যু ১২৯ জনের।
আর্জেন্টিনায় মোট আক্রান্ত ১৫ লাখ ৩ হাজার ২২২ জন। মারা গেছেন ৪১ হাজার ৪১ জন এবং সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪০ হাজার ১২০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৬২ জন এবং মৃত্যু ২৭৫ জনের।
কলোম্বিয়া মোট আক্রান্ত ১৪ লাখ ৩৪ হাজার ৫১৬ জন। মারা গেছেন ৩৯ হাজার ১৯৫ জন এবং সুস্থ হয়েছেন ১৩ লাখ ২১ হাজার ৪৬৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৭৪২ জন। মৃত্যু ১৪২ জনের।
জার্মানিতে মোট আক্রান্ত ১৩ লাখ ৫৭ হাজার ১৪১ জন। মোট মৃত্যু ২২ হাজার ৮৮৭ জনের এবং সুস্থ হয়েছেন ৯ লাখ ৮৪ হাজার ২০০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ হাজার ৬৫৮ জন,মৃত্যু ৪৮১ জনের।
মেক্সিকোতে মোট আক্রান্ত ১২ লাখ ৫০ হাজার ৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৬০৮ জন। মোট মৃত্যু ১ লাখ ১৩ হাজার ৯৫৩ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২৪৯ জনের। এবং সুস্থ হয়েছেন ৯ লাখ ১৮ হাজার ৬৮১ জন।
পোলান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৪০ হাজার ৫৭২ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ হাজার ৯৬০ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৮ লাখ ৬৯ হাজার ১৫৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৮৯৬ জন এবং মৃত্যু ৯৬ জনের।
ইরানে মোট আক্রান্ত ১১ লাখ ১৫ হাজার ৭৭০ জন। মোট মৃত্যু ৫২ হাজার ৪৪৭ জনের এবং সুস্থ হয়েছেন ৮ লাখ ২৩ হাজার ২২৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৫০১ জন এবং মৃত্যু ২৫১ জনের।
পেরুতে মোট আক্রান্ত ৯ লাখ ৮৬ হাজার ১৩০ জন। মোট মৃত্যু ৩৬ হাজার ৭৫৪ জন।আর সুস্থ হয়েছেন ৯ লাখ ২০ হাজার ৩০৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ১৫৭ জন। মৃত্যু ৭৭ জনের।
ইউক্রেনে মোট আক্রান্ত ৯ লাখ ৬৬৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৪৫১ জন। মোট মৃত্যু ১৫ হাজার ২৪৭ জনের, গত ২৪ ঘন্টায় মৃত্যু ৯৩ জনের এবং সুস্থ হয়েছেন ৫ লাখ ৬ হাজার ৭১৮ জন।
সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ৮ লাখ ৬৬ হাজার ১২৭ জন।মোট মারা গেছেন ২৩ হাজার ৪৫১ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ১৬৩ জন,মৃত্যু ১৭৫ জনের। সুস্থ হয়েছেন ৭ লাখ ৬২ হাজার ৭৪৬ জন।
ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৬ লাখ ২৩ হাজার ৩০৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৪৮৯ জন। মোট মৃত্যু ১৮ হাজার ৯৫৬ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ১০ হাজার ৯৫৭ জন।
নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৬ লাখ ২১ হাজার ৯৪৪ জন। মোট মৃত্যু ১০ হাজার ৮২ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৪৫৭ জন, মৃত্যু ৩৪ জনের।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন