English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৯০ লাখ ২২ হাজার ৮৩৮ জন

- Advertisements -

সুস্থতার তুলনায় বিশ্বে আবারো আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত ভারতে ৪০ হাজার ৭৮৪ জন।সর্বোচ্চ মৃত্যু ইন্দোনেশিয়ায় ১ হাজার ৬০৪ জনের।সর্বোচ্চ সুস্থও ইন্দোনেশিয়ায় ৩৯ হাজার ৪৪৬ জন।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী আজ সোমবার (২ আগষ্ট ) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৯০ লাখ ২২ হাজার ৮৩৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৬৬ হাজার ৩৯ জন। নতুন করে প্রাণ গেছে ৭ হাজার ৩৪৮ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৪২ লাখ ৪০ হাজার ৩৭৪ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৯৬ লাখ ৩১ হাজার ৮৮৩ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৭৪ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৯৩ জন বা আক্রান্তের ৯৯.৪% এবং গুরুতর অসুস্থ ৯০ হাজার ৪৮৮ জন বা আক্রান্তের ০.৬%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৯২৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৭৬৮ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ২৯ হাজার ৩৮০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৬৪ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ২ কোটি ৯৬ লাখ ৭৩ হাজার ২৯০ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪০ হাজার ৭৮৪ জন, মৃত্যু ৪২৪ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৩৬৮ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ২৪ হাজার ৮০৮ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৮ লাখ ৪৯ হাজার ৬৮১ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৩৫৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৫০৩ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ৫৬ হাজার ৮৮৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৪৪৯ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ১ কোটি ৮৬ লাখ ৪৫ হাজার ৯৯৩ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬২ লাখ ৮৮ হাজার ৬৭৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ৮০৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৩৫২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৮৯ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৫৬ লাখ ২৫ হাজার ৮৯০ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৬১ লাখ ৪৬ হাজার ৬১৯ জন। মারা গেছেন ১ লাখ ১১ হাজার ৮৮৫ জন এবং সুস্থ হয়েছেন ৫৭ লাখ ২ হাজার ৩২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৬০০ জন এবং মৃত্যু ১৮ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ৮০ হাজার ৬৬৭ জন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৭১৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ৪৭০ জন এবং মৃত্যু ৬৫ জনের। সুস্থ হয়েছেন ৪৫ লাখ ২০ হাজার ১৯৯ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৫৭ লাখ ৪৭ হাজার ৯৩৫ জন। মোট মৃত্যু ৫১ হাজার ৪২৮ জনের এবং সুস্থ হয়েছেন ৫৪ লাখ ৫৯ হাজার ৮৯৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ৮৯০ জন এবং মৃত্যু ৯৬ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৪৯ লাখ ৩৫ হাজার ৮৪৭ জন। মারা গেছেন ১ লাখ ৫ হাজার ৭৭২ জন এবং সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৮১ হাজার ১৩২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৮৩ জন এবং মৃত্যু ৫১ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৪৭ লাখ ৯৪ হাজার ৪১৪ জন। মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৯৯৮ জন এবং সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৮৭ হাজার ৭৫৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৯৪ জন। মৃত্যু ২৭৫ জনের।

স্পেনে আক্রান্ত ৪৪ লাখ ৪৭ হাজার ৪৪ জন। মোট মৃত্যু ৮১ হাজার ৪৮৬ জনের আর সেরে উঠেছে ৩৭ লাখ ১১ হাজার ২০০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ৭৫৩ জন, মৃত্যু ৪৪ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৫৫ হাজার ৩৪৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৩২১ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৬৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪১ লাখ ৩৫ হাজার ৯৩০ জন।

ইরানে মোট আক্রান্ত ৩৯ লাখ ৩ হাজার ৫১৯ জন। মোট মৃত্যু ৯০ হাজার ৯৯৬ জনের এবং সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৮৫ হাজার ১৯৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩২ হাজার ৫১১ জন এবং মৃত্যু ৩৬৬ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৩৭ লাখ ৭৮ হাজার ২৭৬ জন। মোট মৃত্যু ৯২ হাজার ১৭২ জনের এবং সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৫৪ হাজার ৫০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫৫৫ জন, মৃত্যু ১ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৩৪ লাখ ৪০ হাজার ৩৯৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০ হাজার ৭৩৮ জন। মোট মৃত্যু ৯৫ হাজার ৭২৩ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ৬০৪ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৮ লাখ ৯ হাজার ৫৩৮ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৮৩ হাজার ২৯ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ হাজার ২৬১ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৫৩ হাজার ৮০৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯১ জন এবং মৃত্যু ০ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ২৮ লাখ ৪৮ হাজার ২৫২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ হাজার ৮০৯ জন। মোট মৃত্যু ২ লাখ ৪০ হাজার ৯০৬ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৪৫০ জনের। এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ১৫ হাজার ৮৮৪ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৪ লাখ ৫৬ হাজার ১৮৪ জন। মোট মারা গেছেন ৭২ হাজার ১৯১ জন। সুস্থ হয়েছেন ২২ লাখ ৩০ হাজার ৮৭১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৭৩০ জন, মৃত্যু ১৭৮ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ২২ লাখ ৫৩ হাজার ২৬৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৮৪ জন। মোট মৃত্যু ৫২ হাজার ৯৫১ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬ জনের এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৮৬ হাজার ৯৯৪ জন।

পেরুতে মোট আক্রান্ত ২১ লাখ ১৩ হাজার ২০১ জন। মোট মৃত্যু ১ লাখ ৯৬ হাজার ৪৩৮ জন। আর সুস্থ হয়েছেন ১৭ লাখ ২০ হাজার ৬৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৮০৮ জন,মৃত্যু ৮৫ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ১৮ লাখ ৬৭ হাজার ৮১৫ জন। মোট মৃত্যু ১৭ হাজার ৮২৯ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৩০৪ জন, মৃত্যু ২ জনের।সুস্থ হয়েছেন ১৬ লাখ ৬৮ হাজার ৯৩৯ জন।

এদিকে করোনা আক্রান্তের ২৬ নম্বরে উঠে আসা বাংলাদেশে এখন পর্যন্ত ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২০ হাজার ৯১৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৮৪৪ জন, মৃত্যু ২৩১ জনের।
গতবছর ১ আগষ্ট পর্যন্ত দেশে ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ৩ হাজার ১৫৪ জনের।২৪ ঘন্টায় শনাক্ত হয়েছিল ৮৮৬ জন, মৃত্যু হয়েছিল ২২ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন