শরীরের নানা ব্যথার জন্য অনেকেই নিয়মিত পেইনকিলার খেয়ে থাকেন। বহু পেইনকিলারের মধ্যে এমন কিছু উপাদান থাকে, যা শরীরে সমস্যা তৈরি করতে পারে। এমনকি এই পেইনকিলার আপনার কিডনিতেও সমস্যা সৃষ্টি করতে পারে। দীর্ঘদিন ধরে পেইনকিলার খেলে হতে পারে অ্যানালজেসিক নিউরোপ্যাথি।
বিশেষজ্ঞদের কথায়, বেশির ভাগ মানুষ অ্যাকিউট কিডনির সমস্যা নিয়েই চিকিৎসকের কাছে আসে। তাদের ক্রিয়েটিনিন থাকে বেশি। আর আগে থেকেই কারো কিডনির সমস্যা থাকলে পেইনকিলার খেলে তা আরো বেড়ে যাতে পারে। এ ছাড়া পেইনকিলার কিন্তু শরীরে পটাসিয়ামের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই সতর্ক থাকতে হবে।
করণীয়
♦ নিজে থেকে নিয়মিত ব্যথার ওষুধ খাবেন না। বিশেষত যাদের কিডনির রোগ, ডায়াবেটিস বা প্রেসার আছে।
♦ প্রেসক্রিপন ছাড়া পেইনকিলার কেনা থেকে বিরত থাকুন।
♦ আউবুপ্রোফেন, ডাইক্লোফেনাক এবং ন্যাপরোক্সেন জাতীয় ওষুধ তৈরি করতে পারে কিডনির নানা সমস্যা।
♦ পেইনকিলার খেতে হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।