দেশে সর্বশেষ জানানো ২৪ ঘণ্টায় ৪৫৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জন। একই সময়ে মারা গেছেন ৯১ জন। এ নিয়ে দেশে এ ভাইরাসে মোট মারা গেলেন ১০ হাজার ৫৮৮ জন।
আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে দেশে টানা চারদিন করোনায় শতাধিক মৃত্যু হয়। সোমবার দেশে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়, যা এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। রবিবার ১০২ জন, শনি ও শুক্রবার দুদিনই ১০১ জন করে মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
মঙ্গলবার বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৬৮১১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ৬ লাখ ২৭ হাজার ৮৩৯ জন। ২৪ ঘণ্টায় মোট টেস্ট করা হয় ২৭ হাজার ৫৬ জনের।