দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ২১৪ জন। মোট শনাক্ত ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৭৭ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৫৬৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭০৩টি নমুনা সংগ্রহ এবং২২ হাজার ৬৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ৬৬ লাখ ৯৩ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৫৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯শতাংশ।