দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১০২৮জন। মোট শনাক্ত ৭ লাখ ৮৭ হাজার৭২৬ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৭৫৯জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ২৯হাজার ৭৯৮জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৪৮২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯২০টি নমুনা সংগ্রহ এবং১২হাজার ২৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৮ লাখ ৫ হাজার ৪০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৪১শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৫শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ।