দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৭৬৩জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩৫৬৭জন। মোট শনাক্ত ৫ লাখ ৮০হাজার ৮০৮ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৯১৫জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ২৭হাজার ৯০৯জন সুস্থ হয়ে উঠেছেন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২২১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৭হাজার ৬৮৩টি নমুনা সংগ্রহ এবং ২৭হাজার ৫০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৪ লাখ ৮৭ হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৯৭শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৮৯শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১শতাংশ।