দেশে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩০১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৬৩ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৫৬৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৯২৪টি নমুনা সংগ্রহ এবং ৩২ হাজার ৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এখন পর্যন্ত ৬৬ লাখ ৪০ হাজার ৯৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।