করোনার টিকা নেওয়া বেশ কয়েকজনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম।
সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে একটি বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এসময় তিনি আরও জানান, টিকাদান কর্মসূচির জন্য আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল না ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে আজকের মধ্যে সব জেলায় পৌঁছাতে পারে করোনার টিকা। সারা দেশে কার্যক্রম শুরু করতে চলছে জোর প্রস্তুতি। বিভিন্ন জেলা ও উপজেলায় এরই মধ্যে টিকাদান বুথ স্থাপন করা হয়েছে।