কভিড-১৯ আক্রান্তদের মধ্যে যাদের মৃদু সমস্যাও হয়েছে, তাদের মস্তিষ্কে নানা ধরনের পরিবর্তন ধরা পড়েছে। নতুন একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
করোনাভাইরাসে আক্রান্ত মানুষের দেহে নানা পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। মহামারিটি বিস্তারের পর থেকে এ নিয়ে নানা রকম গবেষণাও চলছে।
মানবদেহের বিভিন্ন অংশে কেমন প্রভাব পড়ে তা নিয়েও কিছু গবেষণা হচ্ছে। এ রকম একটি গবেষণা ‘নেচার’ সাময়িকীতে সোমবার প্রকাশিত হয়। এতে দেখা গেছে কভিড-১৯ মস্তিষ্কে কতটা নেতিবাচক প্রভাব ফেলে।
গবেষণায় বলা হয়, কভিড-১৯ না হওয়া মানুষের তুলনায় কভিড-১৯ হওয়া মানুষের মস্তিষ্কের টিস্যুগুলোতে অস্বাভাবিকতা দেখা গেছে। এ পরিবর্তন দৃশ্যমান হয় ঘ্রাণ অনুভূতির সঙ্গে সম্পর্কিত অঞ্চলগুলোয়।
ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের নিউরোসায়েন্সের সহযোগী অধ্যাপক ও গবেষণার প্রধান লেখক গোয়েনায়েল ডৌড বলেন, ‘হালকা সংক্রমণের রোগীদের মস্তিষ্কেও সুস্পষ্ট পার্থক্য দেখে আমরা বেশ অবাক হয়েছি। ’
গবেষণায় প্রথমে ২০২০ সালের মার্চ থেকে গত বছরের এপ্রিল পর্যন্ত ৪০১ জনের মস্তিষ্কের ছবি পর্যালোচনা করা হয়।
কভিড-১৯-এ আক্রান্ত হওয়ার আগে ও পরের গড়ে সাড়ে চার মাস সময়ের উপাত্ত নিয়ে বিশ্লেষণ করা হয়। আবার এসব ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়
একই বয়স, আর্থ-সামাজিক পরিস্থিতি ও ঝুঁকি সূচকের ৩৮৪ জনকে, যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।