দেশে করোনায় একদিনে রেকর্ড সংখ্যক ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে ১লা জুলাই ১৪৩ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৬৫ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৬৬১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৯৮ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৬০৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ এবং ২৯ হাজার ৮৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এখন পর্যন্ত ৬৭ লাখ ২৩ হাজার ৫৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।