মহামারি করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭২৪ জনে।
এছাড়া একই সময়ে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১৬৮৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫ হাজার ৯৮০ জন।
বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে, বুধবার করোনায় মারা গেছেন ৩৪ জন। ওইদিন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১৯৮৮ জন।