English

19 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ কোটি ৯১ লাখ ৭৫ হাজার ৩৮৭ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত ফ্রান্সে ৫ লাখ ১ হাজার ৬৩৫ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ২ হাজার ৬১১ জনের।সর্বোচ্চ সুস্থ ফ্রান্সে ৩ লাখ ৩১ হাজার ৮৫৯ জন।

আজ বুধবার (২৬ জানুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ কোটি ৯১ লাখ ৭৫ হাজার ৩৮৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯ লাখ ৪৬ হাজার ১১৪ জন। নতুন করে প্রাণ গেছে ১১ হাজার ১২৬ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৬ লাখ ৩৪ হাজার ৮০ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৮ কোটি ৪৫ লাখ ৭৫ হাজার ৩৭০ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৪ লাখ ৫৯ হাজার ১৬৮ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ১৬ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৯৫ হাজার ৯২১ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৭ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ১৮৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৭২ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৮ লাখ ৯৪ হাজার ৮৮০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ৬১১ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৪ কোটি ৫১ লাখ ১৯ হাজার ৯৮০ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৩ হাজার ৫৪০ জন, মৃত্যু ৬৯২ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৮২ হাজার ৭৭২ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৯১ হাজার ১৫৪ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার ৭৭২ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৭২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৯ হাজার ১২৬ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ২৩ হাজার ৯০১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৪৮৯ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ১৯ লাখ ২৬ হাজার ২৭৭ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ১ কোটি ৭৩ লাখ ২ হাজার ৫৪৮ জন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৭ লাখ ৯২ হাজার ৭৩৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ লাখ ১ হাজার ৬৩৫ জন এবং মৃত্যু ৪৬৭ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৭১৬ জন। মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৩৫৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৪ হাজার ৩২৬ জন এবং মৃত্যু ৪৩৯ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৯৩ হাজার ২৪৪ জন।

আক্রান্তে ৬ষ্ঠ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১২ লাখ ৪১ হাজার ১০৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৭ হাজার ৮০৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ২৭ হাজার ৪৪৮ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৮১ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৭১ হাজার ৭৪০ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ১০ লাখ ৯০ হাজার ৪৯৩ জন। মোট মৃত্যু ৮৬ হাজার ২৯৯ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৩ লাখ ৯৮ হাজার ৭০১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৬ হাজার ৩৪১ জন এবং মৃত্যু ১৭৪ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২ লাখ ১২ হাজার ৬২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৮৬ হাজার ৭৪০ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৪৪ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৩৮ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৭৩ লাখ ৭৯ হাজার ১১২ জন।

স্পেনে আক্রান্ত ৯৩ লাখ ৯৫ হাজার ৭৬৭ জন। মোট মৃত্যু ৯২ হাজার ৩৭৬ জনের আর সেরে উঠেছে ৫৬ লাখ ৭৯ হাজার ৬৬৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ১৪ হাজার ৮৭৭ জন, মৃত্যু ৩৮২ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৮৯ লাখ ৫৬ হাজার ৫১৫ জন। মোট মৃত্যু ১ লাখ ১৭ হাজার ৬৯৯ জনের এবং সুস্থ হয়েছেন ৭৩ লাখ ৩১ হাজার ২০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার ৪০৮ জন, মৃত্যু ১৮৪ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৮০ লাখ ৪১ হাজার ৫২০ জন। মারা গেছেন ১ লাখ ১৯ হাজার ৭০৩ জন এবং সুস্থ হয়েছেন ৭০ লাখ ৮৪ হাজার ৮৮৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৮৬৩ জন এবং মৃত্যু ২৫৯ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬২ লাখ ৬৭ হাজার ৫৫৯ জন। মোট মৃত্যু ১ লাখ ৩২ হাজার ২৭৪ জনের এবং সুস্থ হয়েছেন ৬০ লাখ ৮৫ হাজার ৭৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৩৭৮ জন এবং মৃত্যু ২৩ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫৭ লাখ ৮০ হাজার ৯১০ জন। মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ৭৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৫৫ লাখ ১১ হাজার ৮৮১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৫১২ জন। মৃত্যু ২৬০ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৪৬ লাখ ৮৫ হাজার ৭৬৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ৯৩৮ জন। মোট মৃত্যু ৩ লাখ ৩ হাজার ৩০১ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১১৮ জনের। এবং সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৬১ হাজার ১১৩ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ৮৪ হাজার ৩৬০ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৪ হাজার ৯৭ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৬৬ হাজার ৯১৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৬ হাজার ৯৯৫ জন এবং মৃত্যু ২৫২ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ৯৪ হাজার ১৮৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৮৭৮ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ২৪৭ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২০ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ২৫ হাজার ৮০ জন।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৪০ লাখ ৮ হাজার ৪৫৯ জন। মোট মৃত্যু ২১ হাজার ২২৭ জন। আর সুস্থ হয়েছেন ৩০ লাখ ৪৩ হাজার ৭৯১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৪ হাজার ১৬০ জন,মৃত্যু ৮ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ৩৮ লাখ ৮৯ হাজার ৪৮৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ১১৮ জন। মোট মৃত্যু ৯৯ হাজার ৪৪৩ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৬১ জনের এবং সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৯১ হাজার ২০১ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩৫ লাখ ৮৫ হাজার ৮৮৮ জন। মোট মারা গেছেন ৯৪ হাজার ৩৯৭ জন।সুস্থ হয়েছেন ৩৪ লাখ ১৮ হাজার ১২৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ১৯৭ জন, মৃত্যু ১৩২ জনের।

ফিলিপাইনে মোট আক্রান্ত ৩৪ লাখ ৫৯ হাজার ৬৪৬ জন। মোট মৃত্যু ৫৩ হাজার ৫৯৮ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ৬৭৭ জন, মৃত্যু ৭৯ জনের।সুস্থ হয়েছেন ৩১ লাখ ৫৮ হাজার ৫৯৭ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩৮ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ২৫৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৫৮ হাজার ৯৫৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৩৩ জন, মৃত্যু ১৮ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন