English

20 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
- Advertisement -

এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৪০ লাখ ৬৯ হাজার ৮০৮ জন

- Advertisements -

বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ১ লাখ ২৩ হাজার ২৭৬ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ২ হাজার ১৯০ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ১ লাখ ৯ হাজার ৯০৭ জন।

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৪০ লাখ ৬৯ হাজার ৮০৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ লাখ ১২ হাজার ৭৭৯ জন। নতুন করে প্রাণ গেছে ৯ হাজার ৫১০ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৪৭ লাখ ৮৮ হাজার ৩৭৫ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২১ কোটি ৮ লাখ ৮২ হাজার ৯৬৫ জন বা আক্রান্তের ৯৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ লাখ ১৪ হাজার ১০৩ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ১ কোটি ৮৩ লাখ ৭ হাজার ৪৬৮ জন বা আক্রান্তের ৯৯.৫% এবং গুরুতর অসুস্থ ৯০ হাজার ৫৬৯ জন বা আক্রান্তের ০.৫%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৪ কোটি ৪১ লাখ ৯৯ হাজার ৪৯৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৩ হাজার ২৭৬ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৭ লাখ ১৩ হাজার ৯৫৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ১৯০ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার ৭০২ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ১৩৯ জন, মৃত্যু ৩০৯ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ১৮৮ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৪৮ হাজার ৯০ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩০ লাখ ৭ হাজার ২৮৫ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৩ লাখ ৯৯ হাজার ৫৪৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৭৫৬ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ৯৬ হাজার ১৬৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৬৪৩ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৪ লাখ ৪ হাজার ৭০১ জন সুস্থ হয়েছেন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৭১ হাজার ২৯৪ জন। মারা গেছেন ১ লাখ ৩৬ হাজার ৫২৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৬ হাজার ৭২২ জন এবং মৃত্যু ১৫০ জনের। সুস্থ হয়েছেন ৬২ লাখ ৯২ হাজার ২৩৪ জন।

আক্রান্তে পঞ্চম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৪ লাখ ৮৭ হাজার ১৩৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ৪৩০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৬ হাজার ৩৮৮ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮৫৭ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৬৬ লাখ ৫৩ হাজার ৯৪১ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৭১ লাখ ২৪ হাজার ৯৬৬ জন। মোট মৃত্যু ৬৩ হাজার ৮৩৮ জনের এবং সুস্থ হয়েছেন ৬৫ লাখ ৮৩ হাজার ৭৮৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯ হাজার ৩৮৬ জন এবং মৃত্যু ২২৭ জনের।

ফ্রান্সে মোট আক্রান্ত ৭০ লাখ ৮ হাজার ২২৮ জন। মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ৬৫৭ জন এবং সুস্থ হয়েছেন ৬৭ লাখ ৬১ হাজার ২১০ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৮৩৫ জন এবং মৃত্যু ৪২ জনের।

ইরানে মোট আক্রান্ত ৫৫ লাখ ৭২ হাজার ৯৬২ জন। মোট মৃত্যু ১ লাখ ২০ হাজার ১৬০ জনের এবং সুস্থ হয়েছেন ৫০ লাখ ৯ হাজার ৬৭৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ২৭১ জন এবং মৃত্যু ২৭২ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫২ লাখ ৫৫ হাজার ২৬১ জন। মারা গেছেন ১ লাখ ১৫ হাজার ১৩০ জন এবং সুস্থ হয়েছেন ৫১ লাখ ১৬ হাজার ২৭৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৪৯৬ জন এবং মৃত্যু ৯২ জনের।

স্পেনে আক্রান্ত ৪৯ লাখ ৫৬ হাজার ৬৯১ জন। মোট মৃত্যু ৮৬ হাজার ৩৯৭ জনের আর সেরে উঠেছে ৪৭ লাখ ৫০ হাজার ৬১৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৭৬১ জন, মৃত্যু ৩৯ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৪৯ লাখ ৫৫ হাজার ৮৪৮ জন। মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ২৬১ জন এবং সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৯৭ হাজার ৯৬৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৪৭২ জন। মৃত্যু ৪২ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ৬৮ হাজার ১৬১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ২১২ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৮৭০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৩ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৪১ হাজার ৪১২ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ৪২ লাখ ৩০ হাজার ৬৯১ জন। মোট মৃত্যু ৯৪ হাজার ১৯১ জনের এবং সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৮৯ হাজার ৭০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ২০৯ জন, মৃত্যু ৭০ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ১৩ হাজার ৪১৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৯৫৪ জন। মোট মৃত্যু ১ লাখ ৪১ হাজার ৮২৬ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১১৭ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০ লাখ ৩৪ হাজার ১৭৪ জন।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩৬ লাখ ৪৫ হাজার ৫৯৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৭৯২ জন। মোট মৃত্যু ২ লাখ ৭৬ হাজার ৩৭৬ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৭০০ জনের। এবং সুস্থ হয়েছেন ২৯ লাখ ৯৯ হাজার ৬০ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৫ হাজার ৮৬৬ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৬২৩ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৬২ হাজার ১৩২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ২৩৪ জন এবং মৃত্যু ২২ জনের।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ২৯ লাখ ৯৯৪ জন। মোট মারা গেছেন ৮৭ হাজার ৫২৫ জন। সুস্থ হয়েছেন ২৭ লাখ ৬৬ হাজার ৮৯২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ১০৬ জন, মৃত্যু ১০৮ জনের।

ফিলিপাইন্সে মোট আক্রান্ত ২৫ লাখ ৩৫ হাজার ৭৩২ জন। মোট মৃত্যু ৩৮ হাজার ১৬৪ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৮০৫ জন, মৃত্যু ১৯০ জনের।সুস্থ হয়েছেন ২৩ লাখ ৬৫ হাজার ২২৯ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ২৪ লাখ ১১ হাজার ৬২২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৬৬৬ জন। মোট মৃত্যু ৫৬ হাজার ৮০ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২১৭ জনের এবং সুস্থ হয়েছেন ২৩ লাখ ৬৫ হাজার ২২৯ জন।

মালেশিয়ায় মোট আক্রান্ত ২২ লাখ ৩২ হাজার ৯৬০ জন। মোট মৃত্যু ২৬ হাজার ১৪৩ জন। আর সুস্থ হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৯৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৪৩৪ জন,মৃত্যু ২০৮ জনের।

এদিকে করোনা আক্রান্তের ২৯ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৪৮৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ১৪ হাজার ৯৬২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ১৭৮ জন, মৃত্যু ১৭ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

এখনই বিয়ে নয়: অনন্যা পাণ্ডে

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন