English

23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৬৬ লাখ ৭০ হাজার ৮৩৬ জন

- Advertisements -

আজ শনিবার (৬ মার্চ) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৬৬ লাখ ৭০ হাজার ৮৩৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৫৩ হাজার ৬১৩ জন। নতুন করে প্রাণ গেছে ১০ হাজার ৪৩৫ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২৫ লাখ ৯২ হাজার ১০১ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ২২ লাখ ৮৪ হাজার ৩৭৮ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৯০ হাজার ৯০৪ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ১৭ লাখ ৪ হাজার ৯২৬ জন বা ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৮৯ হাজার ৪৩১ জন বা ০.৪%।

এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে ২ কোটি ৯৫ লাখ ৯৩ হাজার ৭০৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ২৮১ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৩৫ হাজার ৫৬৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৯৪ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ২ কোটি ১ লাখ ৮৩ হাজার ৩২৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে।গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ২৯২ জন। মৃত্যু হয়েছে, ১০৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১১ লাখ ৯১ হাজার ৮৬৪ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫৭ হাজার ৬৯৩ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ৮ লাখ ৫২ হাজার ১৭৪ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮ লাখ ৭১ হাজার ৮৪৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৫ হাজার ৩৩৭ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৬২ হাজার ৯৪৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৭৬০ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৯৬ লাখ ৭১ হাজার ৪১০ জন সুস্থ হয়েছেন।

রাশিয়া আক্রান্তে চতুর্থ অবস্থানে।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ১ হাজার ১৫৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ২৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৮৮ হাজার ২৮৫ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৬২ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৮৫ হাজার ৩২১ জন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৭ হাজার ৩০৪ জন। মারা গেছেন ১ লাখ ২৪ হাজার ২৬১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৯৪৭ জন এবং মৃত্যু ২৩৬ জনের।সুস্থ হয়েছেন ৩১ লাখ ৪৪ হাজার ৫৬৭ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩৮ লাখ ৫৯ হাজার ১০২ জন। মারা গেছেন ৮৮ হাজার ২৭৪ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৯১৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩ হাজার ৫০৭ জন।মৃত্যু ৩০৫ জনের।

স্পেনে আক্রান্ত ৩১ লাখ ৪৯ হাজার ১২ জন।মোট মৃত্যু ৭১ হাজার ১৩৮ জন আর সেরে উঠেছে ২৭ লাখ ৪৪ হাজার ৬৬৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৬৫৪ জন।মৃত্যু ৬৩৭ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ২৩ হাজার ১২৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ৩৬ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৯ হাজার ২৭১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৯৭ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২৪ লাখ ৬৭ হাজার ৩৮৮ জন।

তুরস্কে মোট আক্রান্ত ২৭ লাখ ৫৭ হাজার ৪৬০ জন। মোট মৃত্যু ২৮ হাজার ৯০১ জনের এবং সুস্থ হয়েছেন ২৬ লাখ ৮ হাজার ৮৪৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৩২২ জন এবং মৃত্যু ৬২ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২৪ লাখ ৯৩ হাজার ৮৮৭ জন। মোট মৃত্যু ৭২ হাজার ২৯৭ জনের এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ৯২ হাজার ১০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৫৮১ জন, মৃত্যু ২৯০ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ২২ লাখ ৬৯ হাজার ৫৮২ জন। মারা গেছেন ৬০ হাজার ৩০০ জন এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৬৮ হাজার ১৪৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৩৭১ জন। মৃত্যু ১১১ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ২১ লাখ ৪১ হাজার ৮৫৪ জন। মারা গেছেন ৫২ হাজার ৭৮৪ জন এবং সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৪ হাজার ৮৪৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৮৯১ জন এবং মৃত্যু ১৪০ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ২১ লাখ ১২ হাজার ৫০৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৫২১ জন। মোট মৃত্যু ১ লাখ ৮৮ হাজার ৮৬৬ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৮২২ জনের। এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ৫৫ হাজার ৫৪৯ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৬৬ হাজার ৪৯০ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৯১২ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫৯ হাজার ৫৬৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৮২৯ জন এবং মৃত্যু ২৬৩ জনের।

ইরানে মোট আক্রান্ত ১৬ লাখ ৭৩ হাজার ৪৭০ জন। মোট মৃত্যু ৬০ হাজার ৫১২ জনের এবং সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৮ হাজার ৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৩৬৭ জন এবং মৃত্যু ৮১ জনের।

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১৫ লাখ ১৮ হাজার ৯৭৯ জন।মোট মারা গেছেন ৫০ হাজার ৫৬৬ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৩১৩ জন,মৃত্যু ১০৪ জনের। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩৭ হাজার ৫০ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ১৩ লাখ ৮৪ হাজার ৯১৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ১৫৫ জন। মোট মৃত্যু ২৬ হাজার ৭৬৩ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৭২ জনের এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ৯১ হাজার ২২ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ১৩ লাখ ৬৮ হাজার ৬৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৯৭১ জন। মোট মৃত্যু ৩৭ হাজার ২৬ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১২৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৮২ হাজার ৬৮৭ জন।

পেরুতে মোট আক্রান্ত ১৩ লাখ ৫৮ হাজার ২৯৪ জন। মোট মৃত্যু ৪৭ হাজার ৪৯১ জন।আর সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৭২২ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৪৪৭ জন,মৃত্যু ১৮৫ জনের।

চেসনিয়ায় মোট আক্রান্ত ১২ লাখ ৯৯ হাজার ২ জন। মোট মৃত্যু ২১ হাজার ৩২৫ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৫৫৪ জন, মৃত্যু ৯০ জনের।সুস্থ হয়েছেন ১১ লাখ ১৫ হাজার ১৭২ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩৩ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৪৯ হাজার ১৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৪১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ১ হাজার ১৪৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৩৫ জন , মৃত্যু ৬ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন