করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। প্রতিদিনই সামনে আসছে ভয়ঙ্কর সব তথ্য। এবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানালেন, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট (ডেল্টা ভ্যারিয়েন্ট) যুক্তরাজ্যের কেন্টে পাওয়া ভ্যারিয়েন্টের তুলনায় ৪০ শতাংশ বেশি সংক্রামক। রবিবার তিনি এ তথ্য জানিয়েছেন।
স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার পাওয়া সর্বশেষ পরামর্শ হচ্ছে এটি ৪০ শতাংশ বেশি সংক্রামক।’ সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টারা ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতার এই তথ্য দিয়েছেন বলে জানান হ্যানকক।
আগামী ২১ জুন করোনার বিধিনিষেধ প্রত্যাহারের কথা ব্রিটিশ সরকারের। তবে ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি এবং এর সংক্রমণ ক্ষমতার নতুন তথ্য উদ্বেগ সৃষ্টি করেছে।